Advertisement
Advertisement

Breaking News

Union Budget 2025

‘রাষ্ট্রপতির ভাষণের মতোই অর্থহীন বাজেট পেশ’, বিস্ফোরক কংগ্রেস নেতা

সাংসদদের সামনে বাজেট লিখিত আকারে পেশ করলেই হয়, মত কংগ্রেস নেতার।

Union Budget 2025: It is as useless a ritual as the President's address, Congress leader on Budget

ফাইল চিত্র

Published by: Subhajit Mandal
  • Posted:February 1, 2025 11:10 am
  • Updated:February 1, 2025 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2025) পেশ করছেন সংসদে। যা নিয়ে প্রত্যাশা, আশা-আশঙ্কা অনেক কিছুই রয়েছে আমজনতার মনে। যদিও পুরো ব্যাপারটাকেই অর্থহীন মনে করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। তিনি মনে করছেন, সংসদ অধিবেশনের আগে রাষ্ট্রপতির ভাষণ যেমন অর্থহীন, তেমনই বার্ষিক বাজেট পেশটাই অর্থহীন একটা রীতি।

মণীশ তিওয়ারি বাজেট পেশের আগে সোশাল মিডিয়ায় লিখলেন, “বাজেটটা আসলে কী? রাষ্ট্রপতির ভাষণের মতোই অকেজো একটা রীতি। বাজেটে সরকার কত আয় করল, কত ব্যয় করে সেটার একটা হিসাব দেওয়া হয়। গত কয়েক বছরে অর্থমন্ত্রীদের জন্য বাজেটটা শুধুই রীতিতে পরিণত হয়েছে। সরকারের আয়-ব্যয়ের হিসাবটা তো সংসদে সদস্যদের সামনে লিখিতভাবে পেশ করে দিলেই হয়।”

Advertisement

বস্তুত নির্মলা সীতারমণের বাজেটের পরও নিন্দা করেছে কংগ্রেস। মণীশ তিওয়ারি নিজেই বলেছেন, “এটা কেন্দ্রীয় বাজেট নাকি বিহারের বাজেটে, সেটাই বুঝতে পারলাম না।” জয়রাম রমেশের আবার বক্তব্য, “দেশীয় অর্থনীতির মূল চারটি সমস্যা, মজুরি বৃদ্ধি না হওয়া, বাজারে চাহিদার অভাব, অত্যন্ত শ্লথ বেসরকারি বিনিয়োগ এবং জটিল জিএসটি। অর্থনীতির এই অসুস্থতা সারানোর কোনও দাওয়াই বাজেটে নেই। তবে ভারতীয় অর্থনীতিতে প্রত্যক্ষভাবে এবারের বাজেটের কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement