Advertisement
Advertisement
Union Budget 2025

আলাদা ঘোষণা নেই, তবু নির্মলার বাজেটে যেন ‘দিল্লি চলো’র ডাক

প্রত্যাশা ছাপিয়ে আয়করে এই বিরাট ছাড়ের নেপথ্যে কি দিল্লি ভোটের অঙ্কটাও কষেছেন নির্মলা সীতারমণ?

Union Budget 2025: Budget focuses on Delhi Elections
Published by: Subhajit Mandal
  • Posted:February 1, 2025 2:59 pm
  • Updated:February 1, 2025 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেটে মধ্যবিত্তর জন্য বড় ঘোষণা আসতে চলেছে। আয়কর কাঠামোয় বদল আসবে। সে প্রত্যাশা ছিলই। কিন্তু সেই ছাড় যে এই বিরাট অঙ্কে হবে, সেটা বিরোধীরাও সেভাবে আঁচ করতে পারেননি। প্রত্যাশা ছাপিয়ে আয়করে এই বিরাট ছাড়ের নেপথ্যে কি দিল্লি ভোটের অঙ্কটাও কষেছেন নির্মলা সীতারমণ?

বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে কোনও কর দিতে হবে না। ১৮ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আরও ৭০ হাজার টাকা ছাড় মিলবে, ২৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সেই বাড়তি ছাড়ের পরিমাণ ১ লক্ষ ১০ হাজার টাকা। ফলে মধ্যবিত্তর একটা বিরাট অংশ পুরোপুরি আয়কর কাঠামোর বাইরে চলে গেল। অন্য করদাতারাও বড়সড় স্বস্তি পেলেন। ওয়াকিবহাল মহলের মতে, করদাতাদের এই বিরাট স্বস্তি সরাসরি যুক্ত দিল্লি ভোটের সঙ্গে।

Advertisement

দিল্লি সরকারের পাশাপাশি হাজারো কেন্দ্রীয় মন্ত্রক রয়েছে দিল্লিতে। রয়েছেন কয়েক লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তা ছাড়া, বিভিন্ন সেনাশিবিরের বিপুল সংখ্যক জওয়ান ও অফিসারদের বড় অংশও দিল্লির ভোটার। সব মিলিয়ে দিল্লিতে প্রায় ৪৫ শতাংশ ভোটার মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত ভোটাররাই দিল্লির ভোটে ‘নির্ণায়ক শক্তি’। বাজেটে বিরাট ছাড় এই মধ্যবিত্ত ভোটারদের মন গেরুয়ামুখী করতে পারে। বিগত দুই নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল এই মধ্যবিত্তরাই।

অরবিন্দ কেজরিওয়ালের ‘স্বচ্ছ্ব দুর্নীতি বিরোধী’ এবং ‘আমজনতার প্রতিনিধি’ ভাবমূর্তি এতদিন মধ্যবিত্তদের পছন্দ ছিল। কিন্তু এবারের বিধানসভা ভোটের আগে এই দুই ভাবমূর্তিই ধাক্কা খেয়েছে। আবগারি দুর্নীতি ধাক্কা দিয়েছে কেজরির দুর্নীতি বিরোধী ভাবমূর্তিতে। দামি গাড়ি এবং শিশমহলের প্রচারে তাঁর আমআদমি ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। তাছাড়া কেজরির খয়রাতির রাজনীতিও পছন্দ করছে না দিল্লিবাসী। তাই এবারে মধ্যবিত্তর মন পাওয়ার একটা সুযোগ দেখছে বিজেপি। সেটাকে কাজে লাগাতেই সম্ভবত বাজেটে কেজরির দাবিকেও ছাপিয়ে গিয়েছেন নির্মলা। দিন কয়েক আগে কেজরিওয়াল দাবি করেছিলেন এবার বাজেটে অন্তত ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড়ের ঘোষণা করতে হবে। নির্মলা সেটাকেও ছাপিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় ঘোষণা করে দিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement