Advertisement
Advertisement

Breaking News

Union Budget 2024

সাদা-রানি সিল্ক শাড়িতে হস্তশিল্পের ছোঁয়া, বাজেটের দিন নজরে নির্মলার পোশাকও

রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন মাস্টারস্ট্রোক দেবেন তিনি? নানা জল্পনার মাঝে নজরে তাঁর শাড়ি।

Union Budget 2024: Union Finance Minister Nirmala Sitharaman wear white-magenta handloom saree
Published by: Sucheta Sengupta
  • Posted:July 23, 2024 10:02 am
  • Updated:July 23, 2024 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। করছাড় থেকে নারীকল্যাণে প্রকল্প, রেলে বরাদ্দ থেকে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি না অস্বস্তি – এমনই একাধিক দিকে আজ নজর গোটা দেশবাসীর। রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন মাস্টারস্ট্রোক দেবেন তিনি? দেশের অর্থনীতি সচল রাখতে গিয়ে কোপ পড়বে আমজনতার উপরই? আর্থিক সংস্কার নাকি এনডিএ শরিকদের মন রাখা – কোন পথে হাঁটবেন অর্থমন্ত্রী? এমনই নানা আলোচনার মাঝে মঙ্গলবার সকালে নজর কাড়ল অর্থমন্ত্রীর পোশাক। প্রতিবারের মতো এবারও নির্মলার শাড়িতে চমক। এবারও তিনি বেছে নিয়েছেন হস্তশিল্পের দারুণ কাজের শাড়ি। রঙেও বৈচিত্র্য – সাদার পাড়ে উজ্জ্বল রানি রং, শাড়িতে হালকা চেক। 

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দিল্লির নর্থ ব্লকে অর্থমন্ত্রকে প্রবেশ করেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। বাজেটের খুঁটিনাটি প্রস্তুতি নিয়ে, আধিকারিকদের সঙ্গে আলাপ-আলোচনার সেরে প্রায় আধঘণ্টা পর বেরিয়ে আসেন। হাতে তাঁর লাল ‘বহি-খাতা’, যা ২০১৯ সাল থেকে কাগজের ফাইল বদলে গিয়েছে ডিজিটাল নথিতে। বহিরঙ্গের লাল রং বজায় রেখে তার ভিতরের সাজসজ্জা বদলে দিয়েছেন নির্মলা। এখন ট্যাবে থাকে বাজেটের সমস্ত তথ্য। সংসদে তার মাধ্যমেই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হল না। এদিন অর্থমন্ত্রক থেকে বেরিয়ে সংক্ষিপ্ত ফটোসেশনও করলেন নির্মলা সীতারমণ ও মন্ত্রকের অন্যান্য আধিকারিকরা।

[আরও পড়ুন: খাবার চাইলে শরীর দাও! সেনা নির্যাতনে ‘নরক দর্শন’ সুদানের মহিলাদের]

সাদা-রানি শাড়ির সঙ্গে উজ্জ্বল রানি রঙের ব্লাউজ নির্মলার পরনে। দু হাতে সাধারণ দুটি চুড়ি, গলায় হার ও কানে ছোট দুল আর কপালে টিপ – এই হল অর্থমন্ত্রীর বাজেট-পোশাক। তিনি বরাবরই সাজেগোজে বেশ সাধারণ। তবে শাড়ির পছন্দ তাঁর নিখুঁত এবং বিশেষ প্রশংসনীয়। কখনও সম্বলপুরী, কখনও বোমকাই, কখনও আবার কাঁথাস্টিচ – বাজেটের দিন মহিলা অর্থমন্ত্রীর পোশাক সবসময়েই নজর কেড়েছে। বিভিন্ন প্রদেশের প্রতীকী হস্তশিল্প তাঁর বিশেষ পছন্দ। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেও (Union Budget 2024) তার ব্যতিক্রম হল না।

[আরও পড়ুন: JMB জঙ্গিগোষ্ঠীর সদস্যদের পাচারযোগ? আনন্দপুরের ধৃত বাংলাদেশিদের নিয়ে তুঙ্গে জল্পনা]

এদিন অর্থমন্ত্রক থেকে বেরিয়ে নির্মলা সোজা চলে যান রাইসিনা হিলসে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করতে। বাজেট পেশের আগে এ এক রীতি। রাষ্ট্রপতির থেকে অনুমতি গ্রহণ করেন অর্থমন্ত্রী। সেইসঙ্গে তাঁকে আশীর্বাদ করে মঙ্গলসূচক দই-চিনি খাওয়ান দ্রৌপদী মুর্মু। বেলা ১১টা থেকে লোকসভায় বাজেট পড়া শুরু করবেন নির্মলা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement