সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভায় কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার সামান্য ধাক্কা খেয়েছে, তার অন্যতম কারণ বেকারত্ব। কর্মসংস্থানের অভাব যে সত্যিই বড় সমস্যা, সেটা আর্থিক সমীক্ষায় মেনেও নিয়েছে কেন্দ্র। সেই বেকার সমস্যা দূর করতে এবার বাজেটে (Union Budget 2024) একাধিক ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর্মসংস্থানের লক্ষ্যে একদিকে যেমন দক্ষতা উন্নয়নে জোর দেওয়া হবে, তেমনই সাহায্য করা হবে ছোট ছোট স্টার্ট আপ সংস্থাকে।
কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) ঘোষণা করলেন, আগামী পাঁচ বছরে ৪ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদি সরকার। যে কারণে মূলত ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে। নির্মলা জানিয়েছেন, ছোট সংস্থাগুলির কর্মীদের ইপিএফে ভরতুকি দেবে সরকার। কর্মী এবং সংস্থা দুই পক্ষকেই EPFO-তে ইনসেনটিভ দেওয়া হবে। কোনও ছোট সংস্থা প্রথম কাজে ঢুকলে কর্মীদের একমাসের বেতন ও পিএফ দেবে সরকার। ৩ কিস্তিতে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতেও একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার। মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে ওমেন হস্টেল এবং ক্রেশ তৈরি করা হবে। দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণে সাড়ে ৭ লক্ষ টাকা পর্যন্ত দক্ষতা উন্নয়ন ঋণের ব্যবস্থা করবে সরকার। যার গ্যারান্টার হবে কেন্দ্র। বছরে ২৫ হাজার জন এই ঋণ পাবেন। MSME-র জন্য মুদ্রা লোনর পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হয়েছে। নির্মলার দাবি, আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তাঁদের ন্যূনতম বেতন হবে পাঁচ হাজার টাকা।
এ তো গেল কর্মসংস্থান। শিক্ষাক্ষেত্রেও একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাংলার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ঘোষণা করলে অর্থমন্ত্রী। এই প্রকল্পে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণ পাবেন। গ্যারান্টার হবে সরকার। এই ঋণের সুদে ৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। সব মিলিয়ে শিক্ষা এবং প্রশিক্ষণে ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.