Advertisement
Advertisement
Union Budget 2024

অন্তর্বর্তী বাজেটে প্রতিশ্রুতি, সারভাইক্যাল ক্যানসারের টিকা প্রসঙ্গ নেই নির্মলার ভাষণে!

বাজেটে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ঘোষণা সন্তোষজনক নয় বলে সমালোচনা করেছে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া।

Union Budget 2024: Nirmala Sitharaman did not mention about vaccine for cervical cancer
Published by: Sucheta Sengupta
  • Posted:July 23, 2024 5:07 pm
  • Updated:July 23, 2024 5:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী বাজেটে দেশের মহিলাদের স্বাস্থ্য সংস্কারে বড়সড় পদক্ষেপ ঘোষণা করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু পূর্ণাঙ্গ বাজেটে তা নিয়ে উচ্চবাচ্যই করলেন না! সারভাইক্যাল ক্যানসার বা জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকার কথা বলেছিলেন। সরকারি উদ্যোগে প্রতিষেধক দেওয়ার আশা দেখিয়েছিলেন। কিন্তু মাত্র কয়েকমাস পর আর তা নিয়ে কেন্দ্রের পরিকল্পনার কথা বললেন না তিনি। মঙ্গলবারের বাজেটে (Union Budget 2024) মহিলাদের জন্য বেশ কিছু আকর্ষণীয় প্রকল্পের কথা বললেও অন্যতম গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যের দিকটি নিয়ে আর কিছুই বলা হল না। তবে ওয়াকিবহাল মহলের মত, অন্তর্বর্তী বাজেটে বলা প্রতিশ্রুতি আর পুনরাবৃত্তি করেননি অর্থমন্ত্রী। তার অর্থ এমনটা নয় যে এনিয়ে হতাশ হতে হবে।

জরায়ু-মুখের (সারভাইকাল) ক্যানসার প্রতিরোধে উদ্যোগী হবে কেন্দ্রীয় সরকার। ফেব্রুয়ারি মাসে, দ্বিতীয় এনডিএ (NDA) সরকারের অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় এমনটাই জানিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বলেছিলেন, ‘‘এর জন্য ৯ থেকে ১৪ বছরের কিশোরীদের এইচপিভি টিকা দেওয়া হবে।’’ কবে থেকে এই কর্মসূচি শুরু হবে, কী পরিকল্পনা, সেসব কিছুই বলেননি নির্মলা। উল্লেখ্য, ভারতে মহিলাদের যে ধরনের ক্যানসার বেশি হয়, তার মধ্যে এই সারভাইক্যাল বা জরায়ুমুখ ক্যানসার (Cervical Cancer) রয়েছে দ্বিতীয় স্থানে। দেশে প্রতি বছর এক লক্ষের বেশি মহিলা এই রোগে আক্রান্ত হন। চিকিৎসকদের মত, কম বয়সে টিকা দিলে এই ক্যানসারের আশঙ্কা কমানো সম্ভব। সেই কারণেই টিকা কর্মসূচি শুরু করার কথা ভাবছে কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: ‘আপনার টাকা দরকার? আমি ব্যবস্থা করে দেব’, সায়ন্তিকাদের ‘জরিমানা হুমকি’তে বোসকে খোঁচা মমতার]

আশা ছিল, পূর্ণাঙ্গ বাজেটে এনিয়ে বিস্তারিত কিছু ঘোষণা করা হবে। কিন্তু সারভাইক্যাল ক্যানসারের টিকা নিয়ে কিছুই বললেন না নির্মলা। যদিও সার্বিকভাবে ক্যানসারের ওষুধে আমদানি শুল্ক কমানোর কথা জানিয়েছেন তিনি। ক্যানসারের (Cancer) তিনটি ওষুধে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে। বাজেটে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যা ঘোষণা করা হয়েছে, তা খুব একটা সন্তোষজনক নয় বলে মনে করছে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া (AHEI)। সংস্থার সভাপতি ডাক্তার রূপক বড়ুয়া জানান, প্রত্যাশামতো হয়নি বাজেট। তবে ক্যানসারের ওষুধের দাম কমায় কিছুটা সুবিধা হবে বলে মনে করেন তিনি।  

[আরও পড়ুন: শরিকদের দাবিপূরণ থেকে বেকারত্ব দূরীকরণ-একনজরে নির্মলার সেরা ১২ ঘোষণা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement