সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় মোদি সরকারের প্রথম কেন্দ্রীয় বাজেটকে ‘কুরসি বাঁচাও’, ‘নকলচি’ বাজেট বলে আগেই দেগে দিয়েছে বিরোধী শিবির। এবার সেই ‘বৈষম্যে’র ভরপুর প্রতিবাদও হচ্ছে। মোদি সরকারের এই বাজেটকে শরিক তোষণের অভিযোগ তুলে সংসদ অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী ইন্ডিয়া (INDIA) জোট। এখানেই শেষ নয়, নীতি আয়োগের বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদের দখলে থাকা চার রাজ্যের মুখ্যমন্ত্রী।
আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। তাতে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সব রাজ্যের মুখ্যমন্ত্রীর তাতে অংশ নেওয়ার কথা। যাওয়ার কথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু কংগ্রেস শাসিত চার রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে বৈষম্যের প্রতিবাদে ওই বৈঠকে যাবেন না। তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, কর্নাটকের সিদ্ধারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুর পাশাপাশি ডিএমকে শাসিত তামিলনাড়ুর এমকে স্ট্যালিনও বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বক্তব্য, নীতি আয়োগের (NITI Ayog) বৈঠক হল রাজ্যের দাবিদাওয়া তুলে ধরার মঞ্চে। বাজেটেই যেখানে বিরোধীদের দখলে থাকা সব রাজ্যকে এভাবে ব্রাত্য করে রাখা হল, সেখানে নীতি আয়োগের বৈঠক অর্থহীন। আগামী দিনে ইন্ডিয়া জোটের দখলে থাকা আরও একাধিক রাজ্য এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে।
বাজেটে এনডিএর (NDA) দুই প্রধান শরিকদল টিডিপি (TDP) এবং জেডিইউ (JDU) শাসিত দুই রাজ্যের ঝুলি ভরে দিয়েছেন অর্থমন্ত্রী। বিরাট বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে দুই রাজ্যের জন্য। সেটাই মূল আপত্তির জায়গা বিরোধীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.