Advertisement
Advertisement
Union Budget 2024

বাজেট ২০২৪: নজরে মন্দির পর্যটন, কাশী-বিশ্বনাথের ধাঁচে করিডর মহাবোধি-বিষ্ণুপদেও

ঢেলে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির, নালন্দাকে, বাজেটে ঘোষণা করলেন নির্মলা সীতারমণ।

Union Budget 2024: FM Nirmala Sitharaman announces to make corridor like Kashi-Vishwanath to Bodh Gaya, Rajgir
Published by: Sucheta Sengupta
  • Posted:July 23, 2024 12:16 pm
  • Updated:July 23, 2024 1:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শুরুতে রামমন্দির নিয়ে যে আবেগ তৈরি হয়েছিল দেশজুড়ে, তা এখন কিছুটা স্তিমিত। তবে ফের মন্দিরকে কেন্দ্র করেই তীর্থক্ষেত্রের পর্যটনকে চাঙ্গা করতে উদ্যোগী কেন্দ্র। মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে (Union Budget 2024) অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) ঘোষণা থেকেই তা স্পষ্ট। শরিকদলের রাজ্য বিহারের জন্য ঢালাও আর্থিক প্রতিশ্রুতির পাশাপাশি পর্যটনের উন্নয়নের সেই বিহারকেই বেছে নেওয়া হল। নির্মলার ঘোষণা, বিহারের (Bihar) বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, বিষ্ণুপদ মন্দির, রাজগিরের মতো হিন্দু, জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র একসূত্রে বাঁধতে কাশী-বিশ্বনাথের মতো করিডর তৈরি করবে কেন্দ্র।

রাজগির, নালন্দা (Nalanda) কিংবা মহাবোধি বা বিষ্ণুপদ মন্দিরের মাহাত্ম্যকথা নতুন করে উল্লেখ অপ্রয়োজনীয়। একদিকে ধর্মীয় আরেকদিকে ঐতিহাসিক গুরুত্বের কথা ধরলে এই সবকটি ক্ষেত্রই জ্ঞানের আকর। সম্প্রতি বিহারের হেরিটেজ ডেভেলপমেন্ট সোসাইটির একটি বিভাগের সঙ্গে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথ সমীক্ষায় দাবি করেছেন, মহাবোধি মন্দিরের (Mahabodhi Temple) গর্ভে লুকিয়ে বহু প্রত্নতাত্ত্বিক সম্পদ। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের দাবি, চিনা পরিব্রাজক হিউ-এন-সাংয়ের পদচিহ্ন সম্বলিত প্রত্নতাত্ত্বিক তথ্য মিলতে পারে এখান থেকে। খননকাজ করলে হয়তো তার পুরো চিত্র পাওয়া যাবে। আর এই দাবির পর আরও বেশি করে এই এলাকার পর্যটনে নজর দিল কেন্দ্র।

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে কীসের দাম বাড়ল? দামি হল কোন পণ্য?]

মঙ্গলবার সংসদে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী ভারতের পর্যটনস্থলকে (Tourism) বিশ্বের দরবারে তুলে ধরার কথা জানালেন। আর এই সংক্রান্ত অধিকাংশ প্রকল্পের প্রাপ্তির ঝুলি বিহারে। অর্থমন্ত্রী জানালেন, ঢেলে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে। গয়ার মহাবোধি মন্দির, বিষ্ণুপদ মন্দির, রাজগিরকে এক সুতোয় বাঁধতে তৈরি হবে বিশেষ করিডর, যেভাবে কাশী-বিশ্বনাথ করিডরের মাধ্যমে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তীর্থক্ষেত্রকে সংযোগ করা হয়েছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই করিডর তৈরির ঘোষণা করেছিলেন। বছর দুয়েকের মধ্যেই সেই কাজ শেষ হয়। ২০২১-এর ডিসেম্বর তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

[আরও পড়ুন: অন্ধ্রের জন্য বিশেষ প্যাকেজ, বিহারের জন্য কল্পতরু, শরিকদের ঝুলি ভরল নির্মলার বাজেটে]

বিধানসভা ভোটে এবার কেন্দ্রের বিজেপি সরকারকে দুহাত ভরিয়ে দিয়েছেন ওড়িশাবাসী। নবীন পট্টনায়েকের বিজেডি সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে বিজেপি। ফলে পর্যটন মানচিত্রে ওড়িশাকেও (Odisha) বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। নির্মলা সীতারমণ জানিয়েছেন, এই রাজ্যও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মন্দির,সৈকত, অভয়ারণ্যে ভরা এ রাজ্য়ের পর্যটনকে আরও অক্সিজেন জোগাতে চায় কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ