সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক বাজেট সমীক্ষাতেই ইঙ্গিত ছিল৷ স্বাস্থ্যখাতে যে জোর দিতে চলেছে তা স্পষ্ট ছিল৷ বাজেট ঘোষণায় দেশবাসীকে রীতিমতো চমকেই দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ ঘোষণা করা হল বিশ্বের বৃহত্তম জনস্বাস্থ্য যোজনা৷
কী থাকছে এই যোজনায়?
জেটলির ঘোষণা মোতাবেক, বৃহত্তম এই স্বাস্থ্য যোজনার অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে সরকারের থেকে পাবে পাঁচ লক্ষ টাকা৷ এই ধরনের সরকারি প্রকল্প আগেও ছিল৷ তবে সেক্ষেত্রে এই অঙ্ক ছিল ৩০,০০০ টাকা পর্যন্ত৷ এবার তা একধাপে অনেকটাই বাড়িয়ে দেওয়া হল৷ এই যোজনায় অন্তত ১০ কোটি গরিব পরিবার উপকৃত হবে৷ সুবিধা পাবেন অন্তত ৫০ কোটি মানুষ৷
[ আয়করে ছাড় মিলবে? জেটলির বাজেটের দিকে তাকিয়ে মধ্যবিত্ত, চাকুরিজীবীরা ]
আয়ুষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করে অর্থমন্ত্রী জানান, এই খাতে বরাদ্দ করা হবে ১২০০ কোটি টাকা৷ তাঁর দাবি, এটাই বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা যোজনা৷ চিকিৎসা ক্ষেত্রে ছাড় পাওয়ার পাশাপাশি, ১.৫ লক্ষ মেডিক্যাল সেন্টার খোলা হবে৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র বিনামূল্যে পাবেন দেশবাসী৷ জেলায় জেলায় মেডিক্যাল কলেজগুলিকে উন্নত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সরকারের লক্ষ্য, প্রতি তিনটি লোকসভা কেন্দ্রে যেন একটি করে মেডিক্যাল কলেজ থাকে, যা চিকিৎসায় সাহায্য আনবে৷
[ কেন্দ্রীয় বাজেট ২০১৮: একধাক্কায় অনেকটাই বাড়ছে মোবাইলের দাম ]
এদিন বাজেট ঘোষণা অর্থমন্ত্রীর বক্তৃতাতেই স্পষ্ট ছিল যে স্বাস্থ্যখাতে ঠিক কতটা জোর দিয়েছে সরকার৷ অর্থমন্ত্রী জানান, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়াই সরকারের উদ্দেশ্য৷ এবং প্রশাসন ধীরে হলেও ক্রমাগত সেই মাইলস্টোনের দিকে পৌঁছাচ্ছে৷ স্বাস্থ্যসুরক্ষাকে নতুন মাত্রায় পৌঁছে দিতেই নজর দেওয়া হয়েছে বলে ঘোষণা জেটলির৷ এই ঘোষণার পরই জোয়ার এসেছে স্বাস্থ্য ও বীমা ক্ষেত্রে৷
প্রাক বাজেট পর্বে যে সমীক্ষা হয়েছিল, সেখানে স্বাস্থ্য বিষয়ে সাধারণ মানুষের দুর্দশা প্রকট হয়েছিল৷ জানা গিয়েছিল প্রাইভেট বা বেসরকারি ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা পেতে জনগণকে সরকারি হাসপাতালের তুলনায় অন্তত চার গুন বেশি অর্থ খরচ করতে হয়৷ ফলত এই ভার লাঘব করতে সরকার যে সচেষ্ট হবে তা বোঝা গিয়েছিল৷ বাজেট ঘোষণায় তার ব্যতিক্রম হল না৷ রীতিমতো বৈপ্লবিক পদক্ষেপেই স্বাস্থ্যক্ষেত্রে জোয়ার আনার ঘোষণা প্রশাসনের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.