Advertisement
Advertisement

লালুর ছেলের বিয়েতে চূড়ান্ত বিশৃঙ্খলা, খাবার লুট করে চম্পট বহিরাগতদের

অবাধে চলল ভাঙচুর!

Uninvited RJD supporters crash Lalu Prasad Yadav’s son’s marriage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2018 8:48 am
  • Updated:May 14, 2018 8:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের  সঙ্গে প্রাক্তন মন্ত্রীর মেয়ের বিয়ে৷ আয়োজনে কোনও খামতি ছিল না৷ আমন্ত্রিত ছিলেন বহু ‘ভিআইপি’ অতিথি৷ কিন্তু, চূড়ান্ত অব্যবস্থায় তাল কাটল লালুপুত্র তেজপ্রতাপের সঙ্গে বিহারের প্রাক্তন মন্ত্রীর কন্যা ঐশ্বর্য রাইয়ের বিবাহ অনুষ্ঠানের৷ পাটনার ভেটানারি কলেজ মাঠে কর্ডন ভেঙে ঢুকে পড়লেন অজস্র আরজেডি সমর্থক৷ অবাধে চলল খাবার লুট, চুরি গেল বাসনও৷ চেয়ার-টেবিল উলটে রীতিমতো তাণ্ডব চালালেন বহিরাগতরা৷

[ছেলের বিয়েতে পাঁচদিনের মুক্তি লালুর, কিন্তু পিছু ছাড়ছে না সিবিআই মামলা]

Advertisement

সাতপাকে বাঁধা পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ৷ পাত্রী ঐশ্বর্য রাইয়ের বাবাও রাজনীতির জগতের লোক৷ একসময়ে বিহারের মন্ত্রীও ছিলেন৷ বিয়ের আসর বসেছিল পাটনার ভেটানারি কলেজের মাঠে৷ হাই প্রোফাইল বিয়ের আয়োজন ছিল একেবারে নিখুঁত৷ বিয়েতে আগত ‘ভিআইপি’ অতিথি,  সংবাদমাধ্যম এবং অন্যান্য নিমন্ত্রিতের জন্য পৃথক পৃথক জায়গায় বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু যতটা ভাবা হয়েছিল, শনিবার রাতে তার থেকেও বহুগুণ বেশি নিমন্ত্রিতের ঢল নেমেছিল বিয়ের অনুষ্ঠানে৷ প্রচুর বহিরাগতও ঢুকে পড়ে বলে খবর। এই বিপুল সংখ্যক নিমন্ত্রিতকে নিয়ন্ত্রণ করার মতো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷

[ঔরঙ্গাবাদে গোষ্ঠী সংঘর্ষে দায়ের তিনটি অভিযোগ, আটক বহু]

পাত্র-পাত্রীর মালাবদলের পরই বিশৃঙ্খলার সূত্রপাত৷ কর্ডন ভেঙে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন অগুনতি আরজেডি কর্মী-সমর্থকরা৷ কাশ্মীরি ডাল, পোলাও, মালাই কোফতা, গুলাব জামুন-সহ খাবারের বিভিন্ন পদ বাসনপত্র নিয়ে চম্পট দেন অনেকেই। বহিরাগতদের তাণ্ডবে চেয়ার টেবিল উলটে যায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় প্রচুর বাসন। বাসন চুরি ও ভাঙচুরের কথা স্বীকার করেছে বিয়ের দায়িত্বপ্রাপ্ত কেটারিং সংস্থাও৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয়, যে রীতিমতো লাঠি উঁচিয়ে বহিরাগতদের তাড়া করেন কয়েকজন আরডেজি নেতা৷ লালুপুত্রের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান,  উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব-সহ রাজনীতির জগতের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা৷ তবে নিমন্ত্রণ পেলেও আসেননি  বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা বঢ়রা গান্ধী৷

[বৃদ্ধ বাবা-মাকে অবহেলার শাস্তি ৬ মাসের হাজতবাস, আইন সংশোধনের সিদ্ধান্ত কেন্দ্রের]

এদিকে আবার তেজপ্রতাপের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে আরাবারিয়াতে দুর্ঘটনা কবলে পড়ে আরজেডি নেতাদের একটি গাড়ি৷ দুর্ঘটনায় প্রাণ হারান চালক-সহ দলের ৩ জন নেতা৷ মারা গিয়েছেন প্রাক্তন মন্ত্রী ইসলামুদ্দিনের পুত্র ইক্রামুল হক বাগী৷ কিষানগঞ্জের জেলা সভাপতি ইন্তিখাব আলম এবং দিঘলগঞ্জের ব্লক প্রেসিডেন্ট পাপ্পু। পুলিশের অনুমান, গাড়ি চালাতে চালাতে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালক৷ তারজেরেই ঘটে দুর্ঘটনা৷

[মায়ের ইচ্ছাতেই দশ বছরের বড় যুবতীকে বিয়ে করল নাবালক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement