সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বতন্ত্র পরিচয় তৈরি করতে মন্দির-শহর অযোধ্যায় (Ayodhya) শীঘ্রই বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অভিন্ন রংয়ের বিধি তৈরি হতে চলেছে। শহরের সমস্ত মন্দির হবে গেরুয়া। বসতবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠানও রাঙানো হবে নির্দিষ্ট রংয়ে। অযোধ্যা উন্নয়ন পর্ষদ এখন ভাবনাচিন্তা করছে পরিকাঠামোর রং নিয়ে। তবে মন্দিরের রং যে গেরুয়া হবে, তা কার্যত চূড়ান্তই। বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় এবং ঐতিহাসিক ভবনগুলির জন্য এক একটি সুনির্দিষ্ট রং থাকবে।
সুদৃশ্য রামমন্দির তৈরি হচ্ছে অযোধ্যায়। মন্দিরের উদ্বোধনের আগেই গোটা শহর সাজিয়ে তোলার বিস্তারিত পরিকল্পনা তৈরি। রাম জন্মভূমি এলাকায় সমস্ত মন্দিরের রং হবে গেরুয়া। শুধু মন্দির, বাড়ি বা বাণিজ্যিক সংস্থাই নয়, রাস্তার দু’ধার বা ফুটপাথেও নির্দিষ্ট রং হবে। শহর এবং সংলগ্ন এলাকায় সমস্ত পরিকাঠামোতেই পড়বে নির্দিষ্ট রংয়ের প্রলেপ।
অযোধ্যা উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিশাল সিংহ বলেন, “বাণিজ্যিক, আবাসিক, ধর্মীয় এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বের ভবনগুলির জন্য বিভিন্ন ধরনের রংয়ের ভাবনা রয়েছে। আমরা এখনও চূড়ান্ত করতে পারিনি কোন রংয়ে, কোন শেড, কোন ধরনের ভবনে থাকবে। তবে রাম জন্মভূমির পথে সমস্ত মন্দিরের রং যে গেরুয়া করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে।”
সূত্রের খবর, রামমন্দির এলাকার সমস্ত মন্দির ছাড়া সাদাতগঞ্জ থেকে ফৈজাবাদ শহরে সরযূর তীর পর্যন্ত সমস্ত বেসরকারি ভবনে একই রং করা হবে। পাশাপাশি, রাম মন্দির নির্মাণের সাথে জড়িত এজেন্সিগুলি রাম জন্মভূমি কমপ্লেক্সের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র বলেছেন, ৫০ মিটার ভিত্তি-সহ একটি দ্বিস্তরীয় নিরাপত্তা প্রাচীর তৈরি হবে মন্দিরের স্থায়ী নিরাপত্তার জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.