Advertisement
Advertisement

Breaking News

Omar Abdullah

অন্তর্কলহে ফাটল চওড়া ইন্ডিয়া জোটে! ওমরের গলায় হতাশার সুর

লোকসভা নির্বাচনের আগেই ফাটল বিরোধী শিবিরে!

Unfortunate that INDIA bloc not strong right now Says Omar Abdullah। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 30, 2023 7:17 pm
  • Updated:October 30, 2023 7:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে আসন ভাগ নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে দ্বন্দ্ব চরমে। ঘটনাচক্রে এই দুই শিবিরই আবার ইন্ডিয়া জোটের শরিক দল। ফলে চিড় ধরার সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপি বিরোধী এই জোটে। যা নিয়ে হতাশার সুর শোনা গেল ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার গলায়। 

কংগ্রেস ও সমাজবাদী পার্টির অন্তর্কলহে ফাটল চওড়া হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ইন্ডিয়া জোটে। যা নিয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে ইন্ডিয়া জোট এখনও অতটা শক্তিশালী নয়। কিছু অভ্যন্তরীণ কোন্দলের প্রভাব পড়ছে জোটে। যা একেবারেই কাম্য নয়। বিশেষ করে যেখানে ৪-৫টি রাজ্যে নির্বাচন আসন্ন। যেভাবে কংগ্রেস ও সমাজবাদী পার্টি নিজেদের মধ্যে ঝগড়া করছে তা উচিত নয়। আসন্ন লোকসভা নির্বাচনে দুই দলই চাইছে উত্তরপ্রদেশে সব কটি আসনে লড়তে। যা ইন্ডিয়া জোটের জন্য একেবারেই ঠিক নয়। বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়ে গেলে আমরা আবার বৈঠকে বসতে পারি। আমরা চেষ্টা চালিয়ে যাব একযোগে কাজ করার।”

Advertisement

[আরও পড়ুন: দিনেদুপুরে ভোটপ্রচারে সাংসদকে ছুরির কোপ, আতঙ্ক ভোটমুখী তেলেঙ্গানায়]

বলে রাখা ভালো, মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী ছিল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ২৩০ আসনের মধ্যে ৬টি আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন। কিন্তু বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথ তাঁকে পাত্তা দেননি। তাঁর বক্তব্য, কংগ্রেস নিজেই রাজ্যের ২৩০টি বিধানসভা আসনে লড়বে। বিজেপিকে হারাতে কোনও ছোট দলের সমর্থন প্রয়োজন হবে না। এমনকী সাংবাদিকরা তাঁকে অখিলেশকে নিয়ে প্রশ্ন করলে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী একপ্রকার তুচ্ছতাচ্ছিল্য করে বলে দেন, ‘অখিলেশ-ভখিলেশ কে? ওর কথা আমাকে বলবেন না।’

কমলনাথের সেই মন্তব্যে তেলেবেগুনে জ্বলে ওঠেন অখিলেশ যাদব। তাঁর স্পষ্ট কথা, ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসকে মনোভাব স্পষ্ট করতে হবে। তাঁর ইঙ্গিত, মধ্যপ্রদেশে কংগ্রেসের (Congress) এই ‘দাদাগিরি’র প্রভাব পড়বে লোকসভা নির্বাচনেও। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি একাই ৮০ আসনে লড়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: মারাঠা সংরক্ষণ ইস্যুতে পুড়ছে মহারাষ্ট্র! এনসিপি বিধায়কের বাড়িতে আগুন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement