সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) পর চার মাস পেরিয়ে গিয়েছে। যদিও এখনও অশনাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুর্ঘটনায় মৃত ২৮ জনের দেহ। এবার ওই দেহগুলি সৎকারের সিদ্ধান্ত নিল ওড়িশা (Odisha) প্রশাসন। ভুবনেশ্বর পুরসভা কর্তৃপক্ষ রবিবার জানিয়েছেন, মঙ্গলবার ওই দেহগুলির সৎকার হবে।
গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনে লাইনচ্যুত হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়। যার ফলে মৃত্যু হয়েছিল ২৯৭ জনের। ১৬২টি মৃতদেহ ভূবনেশ্বর এমসে সংরক্ষণ করা হয়েছিল। প্রথম পর্যায়ে ৮১টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাকি ৫৮টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করে দেওয়া হয়।
এর পরেও ২৮টি দেহ পড়ে ছিল। ওই দেহগুলির উপযুক্ত দাবিদার, আত্মীয়-পরিজনকে পাওয়া যায়নি। রবিবার ভুবনেশ্বর পুরসভা জানিয়েছে, এবার দেহগুলি প্রশাসনের উদ্যোগেই দাহ করে দেওয়া হবে। ভুবনেশ্বর এমস থেকে ২৮টি দেহ সিবিআইয়ের উপস্থিতিতে পুরসভার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সিবিআইয়ের তত্ত্বাবধানেই হবে সৎকারপর্ব। যেহেতু তারা ওই দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.