Advertisement
Advertisement
Coromandel Express

করমণ্ডল দুর্ঘটনার পর চার মাস অতিক্রান্ত, ২৮ অশনাক্ত দেহ সৎকারের সিদ্ধান্ত প্রশাসনের

মঙ্গলবার অশনাক্ত দেহের সৎকার হবে, জানিয়েছে প্রশাসন।

Unclaimed bodies of Coromandel Express accident to be disposed on 10th October | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 9, 2023 4:38 pm
  • Updated:October 9, 2023 7:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) পর চার মাস পেরিয়ে গিয়েছে। যদিও এখনও অশনাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুর্ঘটনায় মৃত ২৮ জনের দেহ। এবার ওই দেহগুলি সৎকারের সিদ্ধান্ত নিল ওড়িশা (Odisha) প্রশাসন। ভুবনেশ্বর পুরসভা কর্তৃপক্ষ রবিবার জানিয়েছেন, মঙ্গলবার ওই দেহগুলির সৎকার হবে।

গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনে লাইনচ্যুত হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়িও একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়। যার ফলে মৃত্যু হয়েছিল ২৯৭ জনের। ১৬২টি মৃতদেহ ভূবনেশ্বর এমসে সংরক্ষণ করা হয়েছিল। প্রথম পর্যায়ে ৮১টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। বাকি ৫৮টি দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে হস্তান্তর করে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: ৫০০ বছরে উদ্ধার হয়েছে রাম জন্মভূমি, এবার সিন্ধ ফেরানোর দাবি যোগীর]

এর পরেও ২৮টি দেহ পড়ে ছিল। ওই দেহগুলির উপযুক্ত দাবিদার, আত্মীয়-পরিজনকে পাওয়া যায়নি। রবিবার ভুবনেশ্বর পুরসভা জানিয়েছে, এবার দেহগুলি প্রশাসনের উদ্যোগেই দাহ করে দেওয়া হবে। ভুবনেশ্বর এমস থেকে ২৮টি দেহ সিবিআইয়ের উপস্থিতিতে পুরসভার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সিবিআইয়ের তত্ত্বাবধানেই হবে সৎকারপর্ব। যেহেতু তারা ওই দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে।

[আরও পড়ুন: ৭ নভেম্বর থেকে শুরু পাঁচ রাজ্যের ভোটগ্রহণ, দিনক্ষণ ঘোষণা কমিশনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement