Advertisement
Advertisement

বাতিল নোট বদলাতে না পেরে আত্মহত্যা মহিলার

রাজিয়ার মৃত্যুতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা৷

Unable to exchange notes, woman sets herself ablaze, dies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 5:05 pm
  • Updated:December 5, 2016 5:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে টাকা প্রায় শেষ৷ বাড়িতে অনাহারে রয়েছে ৪ সন্তান৷ এদিকে বদলাতে পারছেন না পুরনো বাতিল নোট৷ হতাশ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা দিন মজুর৷

মৃতের পরিবার সূত্রে খবর, দিল্লির শাহজামাল এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী ওই মহিলার নাম রাজিয়া৷ দিনমজুরি করেই সংসার চালাতেন তিনি৷ নোট বাতিল ঘোষণার পর মহা সমস্যায় পড়তে হয় তাঁকে৷ জমানো টাকা সব শেষ হয়ে যায়৷ কাছে পড়ে ছিল ৬ টি পুরোনো ৫০০ টাকার নোট৷ গত পাঁচদিন ধরে বিভিন্ন ব্যাঙ্কে ঘুরেও বাতিল নোট বদলাতে পারেননি তিনি৷

Advertisement

অন্যদিকে তিন দিন ধরে বাড়িতে না খেয়ে রয়েছে তাঁর চার সন্তান৷ দারিদ্র এবং হতাশা গ্রাস করে তাঁকে৷ গোটা পরিস্থিতির সামাল দিতে না পেরে অবসাদে ভুগতে থাকেন তিনি৷ শেষে মুক্তি পেতে গায়ে আগুন লাগিয়ে দেন রাজিয়া| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর৷

রাজিয়ার মৃত্যুতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement