Advertisement
Advertisement

Breaking News

চার দশক পর অসমে ফিরবেন উলফা প্রধান পরেশ বরুয়া!   

কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী উলফা।  

ULFA commander-in-chief Paresh Baruah to return to Assam
Published by: Monishankar Choudhury
  • Posted:January 29, 2020 10:01 am
  • Updated:January 29, 2020 10:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক ‘বড়ো চুক্তি’। পৃথক বড়োল্যান্ডের দাবি প্রত্যাহার করেছে উগ্রপন্থী সংগঠন ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড’ (NDFB)। এবার সেই পথেই চলার উদ্যোগ নিয়েছে ‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-স্বাধীন’ (ULFA-I)। প্রায় চার দশক পর অসমে ফিরতে চলেছেন সংগঠনের প্রধান পরেশ বরুয়া। এমনটাই দাবি করেছে ‘আউটলুক’ পত্রিকা। 

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি ‘রঙ্গালি বিহু’ উপলক্ষে ULFA’র সঙ্গে শান্তি চুক্তি হিসেবে অসমবাসীকে নয়া উপহার দিতে চলেছে মোদি সরকার। এর জন্য সংগঠনটির সঙ্গে ‘ব্যাক ডোর’ আলোচনাও চলছে। বাল্যবন্ধু রেবতী ফুকনের আবেদনে সাড়া দিয়েছেন পরেশ বরুয়া। ‘স্বাধীন অসম’-এর দাবি ছেড়ে এবার আলোচনার জন্য প্রায় ৪০ বছর পর অসমে ফিরতে পারেন তিনি। যদিও, এর আগে একাধিকবার শান্তি প্রক্রিয়া এড়িয়ে গিয়েছেন বরুয়া। তাঁর দাবি ছিল, আলোচনা হলে তা হবে কোনও নিরপেক্ষ দেশে। এবং সেই শান্তি প্রক্রিয়া হবে রাষ্ট্রসংঘের নজিরদারিতে। এমনকী এবারের সাধরণতন্ত্র দিবসে অসমে একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে সংগঠনটি।       

Advertisement

মঙ্গলবার, অসমের মন্ত্রী  হিমন্ত বিশ্বশর্মা বলেন, বড়ো চুক্তি হয়েছে, এবার কেন্দ্রের ইচ্ছা আলফার সঙ্গেও আলোচনা হোক। আলফার একাংশের সঙ্গে আলোচনা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আলোচনায় আগ্রহ প্রকাশ করলে ভারতও উলফার সংগ্রাম পন্থী দলের প্রধান পরেশ বরুয়ার সঙ্গে আলোচনার জন্য তৈরি। সকলকে এক টেবিলে এনে চুক্তি করাই শ্রেয়। অন্য দিকে, পরেশ বরুয়া বড়ো চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, “অসমকে ভাগ না করে করা এই চুক্তির জন্য অভিনন্দন। বড়োদের এত বছরের লড়াইয়ের জয় হল। তারা নিজেদের অধিকার পেয়েছে। তাদের থেকে অন্যদের শেখার আছে।”

[আরও পড়ুন: খোঁজ করছিল ৫ রাজ্যেের পুলিশ, বিহার থেকে গ্রেপ্তার দেশদ্রোহিতায় অভিযুক্ত JNU প্রাক্তনী]

উল্লেখ্য, সদ্য এনডিএফবি জঙ্গিদের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করল অসম সরকার। এই ত্রিপাক্ষিক চুক্তিতে সই করেছে অল বোড়ো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা আবসুও। এই চুক্তির ফলে, দীর্ঘদিন ধরে চলে আসা বড়োল্যান্ডের দাবি থেকে সরে এল জঙ্গি সংগঠন এনডিএফবি। উত্তরপূর্ব ভারতের বোড়ো অধ্যূষিত এলাকাগুলি নিয়ে পৃথক বড়োল্যান্ড রাজ্যের দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই জঙ্গি আন্দোলন চালাচ্ছিল ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড। এই সংগঠনটি অবশ্য বেশ কয়েকটি ভাগে বিভক্ত। অন্যদিকে, পৃথক বড়োল্যান্ডের দাবি নিয়ে অল বোড়ো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বড়োল্যান্ডের দাবি জানিয়ে আসছিল। আলোচনার মাধ্যমে এই দুই সংগঠনকে মূল ধারায় ফিরিয়ে আনল কেন্দ্র। সোমবার ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের পর আত্মসমর্পণ করল এনডিএফবির বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় জঙ্গি। পৃথক বড়োল্যান্ডের দাবিতে প্রচুর মানুষের প্রাণও কেড়েছে এই সংগঠনটি। এনডিএফবির মোট চারটি অংশের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। অমিত শাহর উপস্থিতিতে এই সংগঠনগুলির সঙ্গে চুক্তি করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।                   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement