সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা। আগামী বছরের শুরুতেই তাঁদের এদেশে দেখা যেতে পারে। কেবল ভারতই নয়, উপমহাদেশের নানা দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের, এমনটাই দাবি করা হয়েছে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে। বলা হয়েছে, নয়াদিল্লির পাশাপাশি পাকিস্তান ও ঢাকাতেও যেতে পারেন চার্লস-ক্যামিলা।
কমনওয়েলথ দেশগুলিতে কেন এমন সফরের পরিকল্পনা? মনে করা হচ্ছে, এর পিছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। আসলে ব্রেক্সিট-উত্তর পৃথিবীতে ইউরোপের বাইরে গুরুত্বপূর্ণ আর্থিক যোগসূত্র গড়ে তুলতে ব্রিটেন। এহেন পরিস্থিতিতে এমন পরিকল্পনা করছেন তাঁরা। বাকিংহাম প্যালেসের এক সিনিয়র সূত্রের দাবি, আগামী বছরের এই দীর্ঘ সফরের পরিকল্পনা করা হচ্ছে এখন থেকেই। এবছরের গোড়াতেই ক্যানসার ধরা পড়েছিল চার্লসের। তাঁর এই সফরের সঙ্গে স্বাস্থ্যোদ্ধারের সম্পর্কও দেখছেন অনেকে।
প্রসঙ্গত, গত অক্টোবরেই ভারতে দিন চারেক কাটিয়ে গিয়েছিলেন ব্রিটিশ রাজা ও রানি। সূত্রের দাবি, বেঙ্গালুরুতে ছিলেন তাঁরা। তবে সেই সময় কেউই জানতে পারেনি তাঁদের এদেশে আসার বিষয়টি। রাজ পরিবারের তরফে জানানো হয়েছিল, এই সফর একান্তই ব্যক্তিগত সফর। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারেই ছিলেন তাঁরা। চার্লস এখানে চিকিৎসার জন্যই এসেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি। এর আগে ১৮ অক্টোবরই রাজা চার্লসের অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে যাওয়ার কথা জানা যায়।
চলতি বছরের গোড়ার দিকে জানা যায়, প্রস্টেট ক্যানসারে ভুগছেন চার্লস। এর দিন কয়েক আগে নিজেই ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান রাজবধূ কেট। সূত্রের খবর, জানুয়ারি মাস থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য। সেখানেই একাধিকবার কেটের সঙ্গে দেখা করতে গিয়েছেন ব্রিটেনের রাজা। জানা যায়, হাসপাতালের করিডর ধরে টলমল পায়ে হেঁটে পুত্রবধূর কাছে চলে যেতেন। কঠিন সময়ে কেটের পাশে থেকে তাঁকে সাহস জোগাতে দেখা যায় ব্রিটেনের রাজাকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.