Advertisement
Advertisement

Breaking News

Chennai

চেন্নাইয়ের রাস্তায় ‘জম্বি মুডে’ ব্রিটেনের নেভি অফিসার! ঘাড়ধাক্কা দিয়ে হাজতে পুরল পুলিশ

মদ্যপ অবস্থায় রাস্তায় যাকে পারছেন কামড় দিচ্ছেন ব্রিটেনের নৌসেনা আধিকারিক!

UK Navy official in a zombie mood on chennai road
Published by: Amit Kumar Das
  • Posted:April 3, 2024 1:14 pm
  • Updated:April 3, 2024 1:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খালি গা, পরনে হাফ প্যান্ট। সাধারণ পথচারী থেকে বাইক আরোহী যাকে যাকে পারছেন কামড় দিয়ে ছুটে পালাচ্ছেন এক ব্যক্তি। ভরসন্ধ্যায় চেন্নাইয়ের (Chennai) রাস্তায় এই ঘটনা দেখে আতঙ্কিত পথচারীরা। আপাত দৃষ্টিতে ওই ব্যক্তিকে পাগল মনে হলেও অভিযুক্ত আসলে ব্রিটেন নৌবাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক। রাস্তার মাঝে এমন কাণ্ড দেখে তৎপর হল পুলিশ। প্রথমে একদফা ধস্তাধস্তি, তার পর রীতিমতো ঘাড়ধাক্কা দিয়ে অভিযুক্তকে হাজতে পুরল পুলিশ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ব্রিটেন নৌবাহিনীর আধিকারিককে (UK Navy official) এমন ‘জম্বি মুডে’ দেখে তাজ্জব নেটদুনিয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ছিলেন ব্রিটেন নৌবাহিনীর ওই অভিযুক্ত আধিকারিক। তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। সন্ধ্যার ব্যস্ত রাস্তায় রয়াপেট্টা মোড়ের কাছে পথ চলতি সাধারণ মানুষকে কামড় দিচ্ছিলেন ওই আধিকারিক। পথ চলতি মানুষ তাঁকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। এই অবস্থায় খবর যায় পুলিশের কাছে। পুলিশের তরফে অভিযুক্তকে আটকানোর চেষ্টা হলে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় দুপক্ষের। এর পর বেশ কয়েকজন পুলিশকর্মী মিলে রীতিমতো বল প্রয়োগ করে আয়ত্বে আনেন ওই বিদেশিকে। অভিযুক্তের পাশাপাশি তাঁর সঙ্গীকেও আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যসভা থেকে অবসর মনমোহন সিংয়ের, ‘যুগের অবসান’, আবেগঘন খাড়গে]

এদিকে ভরসন্ধ্যায় রাস্তায় এই দৃশ্য দেখে রীতিমতো ভিড় জমে যায়। মোবাইলে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করেন অনেকেই। সোশাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়েছে এই ঘটনার ভিডিও। কেউ মদ্যপ ওই বিদেশি নাগরিকের সমালোচনা করেছেন তো কেউ আবার লিখেছেন, ‘ভারতের ঝাল খাবার সহ্য করতে না পেরেই রাগে এমন কাণ্ড করেছেন অভিযুক্ত।’ কারণ মতে, ‘ভারতে বিদেশ থেকে জম্বির আমদানি ঘটেছে।’

[আরও পড়ুন: ক্যানসারে ভুগছেন, লোকসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন সুশীল মোদি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement