Advertisement
Advertisement

Breaking News

আধার নম্বর ব্যবহার করে কি জালিয়াতি সম্ভব?

কী বলছে কেন্দ্র?

UIDAI says that there is no misuse of Aadhaar biometrics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 1:24 pm
  • Updated:March 5, 2017 3:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI স্পষ্ট জানিয়ে দিল, আধার তথ্য চুরি গিয়ে কারও কোনও আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই৷ UIDAI প্রত্যেকের আধার সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন ও সুরক্ষিত রাখতে দায়বদ্ধ৷ গত আড়াই বছর আধারের মাধ্যমে ভরতুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোয় কেন্দ্রের প্রায় ৪৯,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে৷

শনিবার কেন্দ্রীয় সংস্থাটি স্পষ্ট করেছে, বায়োমেট্রিকের মাধ্যমে কারও আধার তথ্য চুরি যাওয়া বা প্রকাশ্যে আসার কোনও সম্ভাবনা নেই৷ আধার নম্বর ব্যবহার করে গত পাঁচ বছরে ৪০০ কোটিরও আর্থিক লেনদেন হয়েছে, কোথাও কোনও অঘটন ঘটেনি৷

Advertisement

UIDAI আরও জানিয়েছে, তাদের কাছে গচ্ছিত প্রত্যেক ভারতীয় নাগরিকের তথ্য নিয়মিত খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়৷ তাদের ডেটাবেস হ্যাক করা কার্যত অসম্ভব৷ সংস্থার দাবি, “আধার নির্ভর পরিচয় ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ৷ আধার নিয়ামক কর্তৃপক্ষ যে কোনও বেনিয়ম হলেই কড়া ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম৷” সম্প্রতি একটি সংবাদপত্রে বায়োমেট্রিক সংক্রান্ত জালিয়াতির অভিযোগ ওঠার জবাব দিল UIDAI, মনে করছেন বিশেষজ্ঞরা৷

(উর্জিত প্যাটেলকে ই-মেলে খুনের হুমকি, ধৃত সন্দেহভাজন)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement