সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ডের সুরক্ষা নিয়ে যখন বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে, তখন সাধারণ মানুষের সুবিধার জন্য এক অভিনব উপায় নিয়ে এল UIDAI বা আধার নিয়ামক সংস্থা। বুধবার তারা প্রকাশ্যে আনল ভারচুয়াল আইডি-র সুবিধা। এটি এমন একটি ইউনিক নম্বর যেটি বৈধ আধার কার্ড হোল্ডাররা ওয়েবসাইট থেকে পাবেন ও নানা দরকারে ব্যবহার করতে পারবেন। যার মধ্যে অন্যতম মোবাইল নম্বরের রি-ভেরিফিকেশন। সহজ করে বুঝিয়ে বললে, এখন থেকে সব পরিষেবা পেতে ১২ ডিজিটের আধার নম্বর না দিয়ে, তার বদলে এই ভারচুয়াল আইডিটি দিলেও চলবে। অর্থাৎ, এখন থেকে সঙ্গে আধার কার্ড না থাকলেও চলবে। অনেকটা OTP-র মতো এই ভারচুয়াল নম্বরই বেশ কিছু ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে।
To further strengthen privacy and security of #Aadhaar number holders, UIDAI to introduce virtual ID for Aadhaar holders to use it in lieu of his/her Aadhaar number to avoid need of sharing of the Aadhaar number at the time of authentication: UIDAI
— ANI (@ANI) January 10, 2018
সূত্রের খবর, সম্প্রতি আধার নম্বরের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নচিহ্নটি উঠে গিয়েছে, তার মোকাবিলাতেই UIDAI এই নয়া পদক্ষেপ করল। ১৬ ডিজিটের এই ভারচুয়াল আইডি যতবার খুশি জেনারেট করা যাবে আধার ওয়েবসাইট থেকে। একবার এই আইডি ব্যবহার করা পর সেটি অকেজো হয়ে যাবে। পরেরবার ব্যবহারের জন্য নতুন আইডি জেনারেট করতে হবে। এই আইডি দিয়ে শর্তসাপেক্ষে বেশ কিছু ভেরিফিকেশন করানো যাবে। এদিন শুধু এই ভারচুয়াল আইডি-ই নয়, আরও বেশ কিছু নতুন সুবিধা নিয়ে এসেছে আধার নিয়ামক সংস্থাটি। যেমন ‘লিমিটেড কেওয়াইসি’। এখন, টেলিকম-সহ অনুমোদিত এজেন্সিগুলিকে ব্যক্তির নাম, ঠিকানা ও ছবি দেওয়া হবে, যা তাঁর পরিচয় যাচাইয়ের জন্য পর্যাপ্ত। পয়লা মার্চ ২০১৮ থেকে এই নয়া সুবিধার লাভ ওঠাতে পারবেন সাধারণ মানুষ। পয়লা জুন, ২০১৮ থেকে সর্বত্র ব্যবহার করা যাবে ভারচুয়াল আইডি। UIDAI এক সার্কুলার জারি করে আজ জানিয়েছে, ‘একজন আধার কার্ড হোল্ডার তাঁর ভারচুয়াল আইডি ব্যবহার করে সেই সব সুবিধাই পাবেন যেগুলি তিনি বৈধ আধার কার্ড থাকলে পান।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.