Advertisement
Advertisement

Breaking News

Uddhav Thackeray Shiv Sena

‘প্রতীক ফ্রিজ করার সিদ্ধান্ত অযৌক্তিক’, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে উদ্ধব ঠাকরে

সোমবারই উদ্ধব শিবিরকে নতুন প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন।

Uddhav Thackeray pleads at Delhi HC against EC decision to freeze Shiv Sena symbol | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 10, 2022 6:54 pm
  • Updated:October 10, 2022 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনার (Shiv Sena) প্রতীক ‘ফ্রিজ’ করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন উদ্ধব ঠাকরে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আসলে ন্যায়বিচারের বিরোধী, এই দাবি করেছেন উদ্ধব। আদালতের হস্তক্ষেপ চেয়ে উদ্ধব বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক। শিব সেনার প্রতীকের মালিকানা কার, এই নিয়ে বেশ কিছুদিন ধরেই লড়াই চলছে উদ্ধব ঠাকরে ও একনাথ শিণ্ডে শিবিরের মধ্যে। অন্যদিকে, সোমবারই নির্বাচনে লড়ার জন্য নতুন প্রতীক দেওয়া হল উদ্ধব শিবিরকে।

সোমবার দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছে উদ্ধবের (Uddhav Thackeray) তরফ থেকে। সেখানে বলা হয়েছে, কোনও শুনানি ছাড়াই রায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এইভাবে সিদ্ধান্ত নেওয়া আসলে ন্যায়বিচারের বিরোধিতা করার সমান। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘একগুঁয়ে ও অযৌক্তিক’ বলেও আখ্যা দিয়েছে উদ্ধব শিবির। গত শনিবার শিব সেনার প্রতীক ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন। সেই সঙ্গে আরও জানিয়ে দেওয়া হয়, নতুন কোনও প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনগুলিতে লড়তে হবে উদ্ধব ও শিণ্ডেকে (Eknath Shinde)।

Advertisement

[আরও পড়ুন: নগদ-জমা-গাড়ি-গয়না মিলিয়ে কত কোটির সম্পত্তি রেখে গেলেন মুলায়ম? উত্তরসূরিই বা কারা?]

কমিশনের সেই নির্দেশ মেনেই রবিবার নতুন তিন রকমের প্রতীকের খসড়াও জমা দেয় উদ্ধব শিবির। সেই সঙ্গে শিব সেনার নামের বাল ঠাকরের নাম জুড়ে নতুন তিনটি নামেরও প্রস্তাব দেয় তারা। সোমবার উদ্ধব শিবিরের নতুন প্রতীক চূড়ান্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, শিণ্ডে শিবিরকে আরও কয়েকটি বিকল্প প্রতীকের ছবি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই এই প্রতীকের মালিকানা নিয়ে লড়াই চলছে শিব সেনার দুই পক্ষের মধ্যে। আসন্ন উপনির্বাচনে শিব সেনার আসল প্রতীক-তির ধনুক নিয়ে লড়তে চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল শিণ্ডে শিবির।

সেই দাবির প্রেক্ষিতে উদ্ধব ঠাকরে শিবিরের মতামত জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। তখন কমিশনকে উদ্ধব বলেছেন, “শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।” একনাথ শিণ্ডে ও উদ্ধব ঠাকরে-দুই তরফেই বারবার দাবি করা হয়েছে, তারাই প্রকৃত শিব সেনা। চার মাস আগে মহারাষ্ট্রের (Maharashtra) তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব শিবির।

[আরও পড়ুন:উৎসবের মরশুমে সুখবর, এক ধাক্কায় অনেকটা কমল এই সাবানগুলির দাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement