সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধীদের মেগা বৈঠক। সেখান থেকে রাজ্যে ফিরে বুধবারই বিজেপির জোটসঙ্গী অজিত পওয়ারের সঙ্গে দেখা করলেন শিব সেনার (Shiv Sena) উদ্ধব শিবিরের প্রধান উদ্ধব ঠাকরে। যা নিয়ে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়ে গেল মহারাষ্ট্রে।
আসলে সদ্যই মহারাষ্ট্র বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে বিধান পরিষদের অধিবেশনও। উদ্ধব বিধান পরিষদের সদস্য আর অজিত বিধানসভার। বুধবার বিধানসভা চত্বরেই দেখা হয় তাঁদের। উদ্ধবের সঙ্গে ছিলেন বিধায়ক পুত্র আদিত্য ঠাকরেও (Aditya Thackeray)। বিরোধী বৈঠকের ঠিক একদিন বাদে এভাবে এনডিএ শরিকের সঙ্গে উদ্ধবের সাক্ষাৎ নিয়ে নয়া জল্পনা শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে।
তাৎপর্যপূর্ণভাবে, উদ্ধবের সঙ্গে দেখা করার আগে অজিত পওয়ার (Ajit Pawar) পরপর দু’দিন শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছেন। সূত্রের খবর, এনসিপি (NCP) যাতে না ভাঙে শরদ পওয়ারকে সেটা নিশ্চিত করতে অনুরোধ করেছেন তাঁর ভাইপো। অজিতের সেই প্রস্তাব নিয়ে শরদ কী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা এখনও প্রকাশ্যে আনেনি তাঁর দল। এরই মধ্যে উদ্ধব ঠাকরের সঙ্গে অজিতের সাক্ষাৎ। সব মিলিয়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছেটা কী!
যদিও অজিতের সঙ্গে এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে উড়িয়ে দিয়েছেন উদ্ধব। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, অজিতের সঙ্গে একসময় তিনি কাজ করেছেন। সেই সুবাদেই সামান্য কথা হয়েছে। উদ্ধবের কথায়, “অজিতকে আমি বলেছি, চাবি তোমার হাতেই আছে, মানুষের জন্য কাজ করো।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.