সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে ক্রমেই কোণঠাসা হচ্ছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দলের নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি তাঁর শিবির নয়, পেয়েছে শিণ্ডে শিবির। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভায় শিব সেনার (Shiv Sena) ঘরটি ব্যবহারের অনুমতিও হারাতে হয়েছে। এবার গুঞ্জন ছড়াতে শুরু করেছে, দলের সব সম্পত্তি ও তহবিল হাতছাড়া হতে চলেছে উদ্ধবের।
যদিও একনাথ শিণ্ডে নিজে অন্য দাবি করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের কোনও আগ্রহ নেই সম্পতি ও তহবিলে। আমরা বালাসাহেব ঠাকরের আদর্শের উত্তরাধিকারী।” কিন্তু সূত্রের উল্লেখ করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শিণ্ডে শিবিরের পাইপলাইনে অবশ্যই রয়েছে এমন পরিকল্পনা। দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, ”পরিকল্পনা রয়েছে তহবিল ও সম্পত্তি সংরক্ষণ করার। আমরা এগুলি দখল করতে চাই না।”
উল্লেখ্য, ইতিমধ্যেই এক আইনজীবী চ্যারিটি কমিশনারের কাছে শিবসেনার সদর দপ্তরর ‘শিবসেনা ভবন’ সম্পর্কে জানতে চেয়ে একটি নোটিস জারি করেছেন। ওই ভবন শিবাই ট্রাস্টের মালিকানাধীন। তবে শিণ্ডে শিবিরের এক শীর্ষ নেতার বক্তব্য, ”কেবল শিবাই ট্রাস্টের হাতেই সম্পত্তিগুলি নেই। রয়েছে চারটি বিভিন্ন ট্রাস্টের হাতে। রয়েছে ট্রেড ইউনিয়ন ও তহবিল। আমরা এখনও জানিনা তহবিলে কত টাকা রয়েছে। তবে মনে করা হচ্ছে অন্তত ২০০ কোটি টাকা রয়েছে দলের তহবিলে। তবে এখনই আমাদের পক্ষে বলা সম্ভব নয় কথাটা সত্যি কিনা।” বিষয়টি খতিয়ে দেখে তবেই তাঁরা এই সংক্রান্ত কৌশল নির্ধারণ করবেন বলে জানিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.