Advertisement
Advertisement

Breaking News

Uddhav Thackeray

থানে পুরসভাও হাতছাড়া উদ্ধবের, ৬৬ কাউন্সিলর যোগ দিলেন শিণ্ডে শিবিরে

চাপে পড়ে লোকসভার চিফ হুইফ বদলে ফেললেন উদ্ধব ঠাকরে।

Uddhav Thackeray loses control over Thane civic body as 66 corporators join Eknath Shinde camp | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 7, 2022 4:16 pm
  • Updated:July 7, 2022 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) মহাপালাবদল ঘটে গেলেও নাটকের শেষাংশ এখনও অব্যাহত। শেষ হয়নি উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) শিব সেনা (Shiv Sena) ভার্সেস শিণ্ডে-সেনার লড়াই। ইতিমধ্যে উদ্ধব ক্ষমতাচ্যূত হয়েছেন। ক্ষমতায় এসেছেন বিক্ষুব্ধ ‘সেনা’ নায়ক একনাথ শিণ্ডে (Eknath Shinde)। এবার থানে (Thane) পুরসভারও দখলও হাতছাড়া হল শিব সেনার উদ্ধব শিবিরের। ওই পুরসভার প্রায় সমস্ত কাউন্সিলর যোগ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শিণ্ডের গোষ্ঠীতে। এদিকে চূড়ান্ত রাজনৈতিক হেনস্তার বাজারে দলের লোকসভার মুখ্য সচেতক বদলে ফেললেন চিন্তিত উদ্ধব।

বৃহস্পতিবার থানে পুরসভার ৬৭ জন শিব সেনা কাউন্সিলরের ৬৬ জনই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের গোষ্ঠীতে। কার্যত এই ঘটনায় থানে পুরসভার দখলও হাতছাড়া হল উদ্ধবের। উল্লেখ্য, এই এলাকা থেকেই অটোচালাক নেতা হিসেবে উত্থান হয়েছিল শিণ্ডের। আশির দশকে আনন্দ দীঘের হাত ধরে বাল সাহেব ঠাকরের দলে যোগ দেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী। এখানেই প্রথমবার ভোটে জিতে কাউন্সিলরও হন তিনি। পরবর্তীকালে এলাকার চারবারের বিধায়ক।

Advertisement

[আরও পড়ুন: স্মৃতি ইরানি ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপরে আস্থা মোদির, দেওযা হল বাড়তি মন্ত্রকের দায়িত্ব]

থানে পুরসভার দখল নিয়ে এবার রাজ্য রাজনীতির তুলনায় নীচের তলাতেও ছড়ি ঘোরানোর কাজ শুরু করে দিলেন একনাথ শিণ্ডে। অন্যদিকে এখনও পর্যন্ত মহা অস্বস্তিতেই রয়েছে উদ্ধব ঠাকরে। বুধবার সংসদীয় দলে ভাঙনের আঁচ পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন তিনি। সরিয়ে দিয়েছেন শিণ্ডে শিবিরের ঘণিষ্ট বলে পরিচিত ভাবনা গাওলিকে। সেই জায়গায় লোকসভার মুখ্য সচেতক নির্বাচিত করেছেন রাজন বিচারেকে। উল্লেখ্য, থানেরই সাংসদ এই রাজন। রাজ্য রাজনীতিতে তিনি শিণ্ডে বিরোধী বলেই পরিচিত।

[আরও পড়ুন: নৃশংস হত্যা! যুবককে বেধড়ক মারধর, ইলেকট্রিক শক দিয়ে খুন করল প্রেমিকার পরিবার]

প্রসঙ্গত, শিণ্ডে-সেনার বিরোধিতায় গত ২৯ জুন মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। এর একদিন পরেই ৪০ জন বিক্ষুব্ধ শিব সেনা বিধায়কের সমর্থনের বলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Chief Minister of Maharashtra) হন একনাথ শিণ্ডে। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি (BJP) নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Debendra Farnabish)। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement