সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ‘লক্ষ্মীর ভান্ডারে’র অনুসরণে মধ্যপ্রদেশে ‘লাডলি বহেনা’ প্রকল্প এনেছিল বিজেপি। গত বছর বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে কার্যতই উড়িয়ে দিয়েছিল গেরুয়া শিবির। আর এই সাফল্যের পিছনে অন্যতম ফ্যাক্টর ছিল ওই প্রকল্প। এবার সেই প্রকল্প চালু হতে চলেছে মহারাষ্ট্রেও (Maharashtra)। উদ্ধব ঠাকরে একে স্বাগত জানালেও ছেলেদের জন্যও এমন প্রকল্প চালু করার আর্জিও জানিয়েছেন।
এক সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সরকার নানা জনকল্যাণমূলক প্রকল্প চালু করার কথা ভাবছে। যার মধ্যে মধ্যপ্রদেশের ‘লাডলি বহেনা’ প্রকল্পের মতো প্রকল্পও রয়েছে। আমি একে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আর্জি জানাচ্ছি ছেলেদের জন্যও তা চালু করার। বৈষম্য কেন? ছেলেমেয়ে নির্বিশেষে প্রকল্পের সুবিধা পাওয়া উচিত।”
উদ্ধবের এই মন্তব্যের আড়ালে থাকা কূটনৈতিক কৌশল নজর এড়ায়নি ওয়াকিবহাল মহলের। আসলে এবছরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তাই মহিলা ভোটারদের কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের মতো এখানেও ওই প্রকল্প আনতে চাইছে বিজেপি (BJP), এনসিপির অজিত পওয়ার শিবির ও শিব সেনার একনাথ শিণ্ডে শিবিরের প্রশাসন। এই পরিস্থিতিতে এমন প্রকল্পের বিরোধিতা করার অর্থ বিজেপির হাতেই অস্ত্র তুলে দেওয়া যে, জনকল্যাণমূলক প্রকল্পের বিরোধিতা করছেন উদ্ধব (Uddhav Thackeray)! তাই সেপথে না হেঁটে একদিকে প্রকল্পটিকে স্বাগত জানানো অন্যদিকে কেন ছেলেদের জন্য তা চালু করা হচ্ছে এই প্রশ্ন তুলে কার্যতই বিজেপিকে চাপ দিয়ে রাখলেন উদ্ধব।
কী এই ‘লাডলি বহেনা’ প্রকল্প? মাসে ১২০০ থেকে ১৫০০ টাকা দেওয়া হবে মহিলাদের। আগামিকাল, শুক্রবার এই নয়া প্রকল্পের ঘোষণা করতে পারেন একনাথ শিণ্ডে।
এদিকে বৃহস্পতিবারই শুরু হল মহারাষ্ট্র বিধানসভার বাদল অধিবেশন। এদিন উদ্ধব ঠাকরে সেপ্রসঙ্গে খোঁচা দিলেন বিজেপিকে। তাঁর কথায়, ”আজ বাদল অধিবেশন শুরু হল। কিন্তু মানুষ এই সরকারকে টাটা বাই বাই করতে শুরু করেছে। কাল বাজেট ঘোষিত হবে। আমরা আশা করি আমাদের বলা হবে মহারাষ্ট্রের জন্য কত অর্থ খরচ করা হবে। এটা একটা লিকেজ সরকার। রাম মন্দিরে লিকেজ দেখা দিয়েছে। এবং পেপার লিকের বিষয়টিও সামনে এসেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.