Advertisement
Advertisement

বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছেন সাভারকর! পাটনার বৈঠকের আগে কংগ্রেসকে নিশানা উদ্ধবের

মমতার পর উদ্ধবও বিঁধছেন কংগ্রেসকে।

Uddhav flays Congress's move to drop chapter on Savarkar in Karnataka | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 17, 2023 4:09 pm
  • Updated:June 17, 2023 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনার বৈঠকের আগে বিরোধী শিবিরে অস্বস্তি বাড়ছেই। শুক্রবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তুলেছিলেন কংগ্রেসের ভূমিকা নিয়ে। শনিবার ঘুরিয়ে কংগ্রেসকে নিশানা করল বিরোধী শিবিরের আরেক গুরুত্বপূর্ণ সদস্য শিব সেনার উদ্ধব ঠাকরে শিবির। কংগ্রেসের বিরুদ্ধে শিব সেনার খড়গহস্ত হওয়ার কারণ, বিনায়ক দামোদর সভারকর (VD Savarkar)।

সদ্যই কর্ণাটকের সিলেবাস থেকে বাদ পড়েছে সাভারকরের জীবনী। কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়ে দিয়েছেন, শিক্ষার গৈরিকিকরণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁর বক্তব্য, সাভারকর হিটলারের আদর্শে ভারতে হিন্দুরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যা নিয়ে বিরোধী বিজেপি তো বটেই মহারাষ্ট্রের জোটসঙ্গী শিব সেনাও (Shiv Sena) (বালাসাহেব) রীতিমতো আক্রমণ করছে কংগ্রেসকে। শিব সেনার উদ্ধব শিবিরের মুখপত্রে লেখা নিবন্ধে উদ্ধব ঠাকরে বলছেন, ‘সাভারকর আমাদের কাছে বৈগ্রহিক চরিত্র। তাঁর অপমান কোনওভাবে বরদাস্ত করা হবে না।’

Advertisement

[আরও পড়ুন: মনোনয়নের পর স্ক্রুটিনিতেও অশান্তি, কোচবিহারে ফের ‘আক্রান্ত’ নিশীথ প্রামাণিক]

উদ্ধব শিবিরের এক মুখপাত্র বলেছেন, আমরা এই সিদ্ধান্তের প্রবল নিন্দা করছি। ওরা সাভারকরকে পাঠ্যসূচি থেকে বাদ দিতে পারে। মানুষের হৃদয় থেকে বাদ দেওয়া যাবে না। সাভারকরকে নিয়ে কংগ্রেসের এই অবস্থানে আগেও আপত্তি জানিয়েছে শিব সেনা (বালাসাহেব)। কিন্তু পাটনার বিরোধী বৈঠকের ঠিক আগে আগে যেভাবে উদ্ধব সেনা কংগ্রেসকে কড়া কথা শোনাল, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। পালটা অবশ্য এসেছে কংগ্রেসের (Congress) তরফেও। মহারাষ্ট্র কংগ্রেসের এক নেতা সাফ বলে দিচ্ছেন, আমাদের মতাদর্শ আলাদা। তাই দুই দলের নেতাদের চিন্তাভাবনা আলাদা হতেই পারে।

[আরও পড়ুন: জলের বদলে স্পিরিট খেয়ে মৃত্যু ৯ বছরের বালিকার! গাফিলতি মানতে নারাজ সরকারি হাসপাতাল]

একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলে দিয়েছিলেন, সিপিএমের সঙ্গে ঘর করে কংগ্রেস যেন তৃণমূলের সাহায্য প্রার্থনা না করে। তারপরই কংগ্রেসকে আক্রমণ করল উদ্ধব শিবির। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল ২৩ জুন যে মহাগুরুত্বপূর্ণ বিরোধী বৈঠকে সব সমমনোভাবাপন্ন দলের এক ছাতার তলায় আসার কথা, তার আগে আগেই অস্বস্তি বাড়ছে বিরোধী শিবিরে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement