সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ৪৯তম প্রধান বিচারপতি (Chief Justice of India) হিসাবে মনোনীত হলেন উদয় উমেশ ললিত। বর্তমান প্রধান বিচারপতি এনভি রামানাই পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে ললিতের নাম প্রস্তাব করেছিলেন। সেইমতো বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ললিতের নিয়োগপত্রে সাক্ষর করেন। আইন মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে সেকথা জানানো হয়েছে।
Justice Uday Umesh Lalit appointed as 49th Chief Justice of India: Ministry of Law and Justice pic.twitter.com/mp5OZJqMvv
— ANI (@ANI) August 10, 2022
দেশের বর্তমান প্রধান বিচারপতি এন ভি রামানার (NV Ramanna) কার্যকাল শেষ হচ্ছে আগামী ২৬ আগস্ট। ২৭ আগস্ট শপথ নেবেন ললিত। বিচারপতি এসএম সিকরির পরে তিনিই দ্বিতীয় বিচারপতি যিনি সরাসরি বার থেকে প্রধান বিচারপতি হবেন। এর আগে সিকরি ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সময়কালে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছিলেন।
তবে প্রধান বিচারপতির পদে ললিতের বেশিদিন থাকা হবে না। মাত্র আড়াই মাস এই পদে থাকবেন তিনি। আগামী ৮ নভেম্বর ললিতের ৬৫ বছর বয়স পূর্ণ হবে। তারপরই অবসর নেবেন তিনি। নিয়ম অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়সে প্রধান বিচারপতির পদে থাকা যায় না। এর আগে মাত্র চারজন ললিতের থেকে কম সময়ের জন্য প্রধান বিচারপতি পদে ছিলেন।
১৯৮৩ সালের জুন মাসে আইনজীবীর কাজ শুরু করেন ললিত। ১৯৮৫ সালের ডিসেম্বর পর্যন্ত বম্বে হাই কোর্টে প্র্যাকটিস করার পরে দিল্লি হাই কোর্টের সঙ্গে যুক্ত হন তিনি। পরে ২০০৪ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। ২০১৪ সালের ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ৮ নভেম্বর পর্যন্ত তিনি ওই পদে থাকবেন। তারপর অবসর নেওয়ার কথা তাঁরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.