Advertisement
Advertisement

Breaking News

Ashok Gehlot

বিজেপির হাতেই খুন নূপুর শর্মাকে সমর্থনকারী হিন্দু দর্জি! নির্বাচনের আগে বিস্ফোরক গেহলট

উদয়পুরের দর্জির খুনে উত্তপ্ত হয়েছিল গোটা দেশ।

Udaipur tailor Kanhaiya Lal's killers linked to BJP: Ashok Gehlot's big claim | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 13, 2023 11:02 am
  • Updated:November 13, 2023 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদয়পুরে (Udaipur) দর্জিকে মুণ্ডচ্ছেদ করে খুন করেছে বিজেপির কর্মীরাই! বিস্ফোরক মন্তব্য করলেন রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। তাঁর দাবি, দর্জির খুনের কয়েকদিন আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ওই ঘটনার অভিযুক্তরা। সেই সময়ে বিজেপি নেতারাই গিয়ে তাদের হয়ে থানায় সওয়াল করেছিলেন। প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে দর্জির ঘটনার উল্লেখ করে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে বিজেপি (BJP) , এমনটাই অভিযোগ গেহলটের।

উল্লেখ্য, বিজেপির তৎকালীন মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্ট করায় পেশায় দরজি রাজস্থানের (Rajasthan) যুবক কানহাইয়া লাল খুন হন। খুনের পর ভিডিও বার্তায় দুই অভিযুক্ত জানিয়েছিল, ইসলামকে অপমান করা হয়েছে, তাই তারা প্রতিশোধ নিয়েছে। এরপর রাজস্থান-সহ গোটা দেশে কমবেশি অশান্তি ছড়ায়। রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যরাজনীতিতে ফের সেই খুনের প্রসঙ্গ উঠে আসছে। 

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে ফাটল দেদার বাজি, দীপাবলির পরই ফের ‘গ্যাসচেম্বার’ দিল্লি!]

সংবাদসংস্থা এএনআইকে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, “উদয়পুরে দর্জি খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। কারণ খুনের বেশ কয়েকদিন আগে অন্য একটি ঘটনায় ওই অভিযুক্তদেরই গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সময় অভিযুক্তদের ছাড়ানোর জন্য নিয়মিত থানায় যেতেন বিজেপি নেতারা।” প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উদয়পুরে ভোটপ্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে নিহত দর্জির কথা বলেন। 

কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীদের প্রতি সহমর্মিতা দেখায় হাত শিবির। সেই জন্যই এমন জঘন্য ঘটনা ঘটেছে। কানহাইয়া লালের হত্যা আসলে রাজ্য সরকারের গায়ে কালো দাগ। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কয়েকদিন পরেই পালটা দিলেন গেহলট। তাঁর মতে, নির্বাচনের ঠিক আগেই এমন মন্তব্য করে আসলে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি বাড়াতে চাইছে বিজেপি।

[আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দীপাবলি, সুনাককে বিরাটের সই করা ব্যাট উপহার জয়শংকরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement