ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮২০ কোটি টাকার জালিয়াতি! সন্দেহজনক অনলাইন লেনদেন ঘিরে চাঞ্চল্য। তদন্তে নেমে বৃহস্পতিবার রাজস্থান ও মহারাষ্ট্র্রে সাতটি শহরের ৬৭টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই। এর আগে গত ডিসেম্বরে কলকাতা, ম্যাঙ্গালুরুর ১৩টি স্থানে চালানো হয়েছিল তল্লাশি। ইউকো ব্যাঙ্ক (UCO Bank) এই জালিয়াতির শিকার হয়েছে, তেমনটাই অভিযোগ।
ব্যাপারটা কী? ব্যাঙ্কের তরফে অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের ১০ থেকে ১৩ নভেম্বরের মধ্যে আইএমপিএস লেনদেনের মাধ্যমে তাদের ৪১ হাজারেরও বেশি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় ৮২০ কোটি টাকা। সাতটি বেসরকারি ব্যাঙ্কের ১৪ হাজার ৬০০ অ্যাকাউন্ট থেকে ওই অর্থ লেনদেন হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল ব্যাঙ্কের খাতে কোনও টাকাই জমা পড়েনি! অর্থাৎ হিসেব অনুযায়ী ওই টাকা ‘ক্রেডিটেড’ হলেও তার কোনও বাস্তব অস্তিত্ব ছিল না। পুরো টাকাটাই ইউকো ব্যাঙ্কের খাত থেকে অদৃশ্য হয়েছে! বহু অ্যাকাউন্ট হোল্ডার পরিস্থিতির সুযোগ নিয়ে ভ্রান্তিবশত পাওয়া টাকা অ্যাকাউন্টগুলি থেকে তুলেও নিয়েছিলেন।
গত ২১ নভেম্বর এই সংক্রান্ত একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে সিবিআই। আর সেই বাবদই চলছে এই তল্লাশি। এখনও পর্যন্ত ১৩০টি নথি, ৪০টি মোবাইল ফোন, দুটি হার্ড ডিস্ক, একটি ইন্টারনেট ডঙ্গল বাজেয়াপ্ত করা হয়েছে। ৩০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.