Advertisement
Advertisement

মহিলা যাত্রীর সামনেই হস্তমৈথুন, চাকরি খোয়াল উবের চালক

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ দিয়েছেন ওই মহিলা৷

Uber sacks driver for flashing in front of woman passenger
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 5, 2018 9:10 pm
  • Updated:May 5, 2018 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চূড়ান্ত যৌনলালসায় বাস্তববুদ্ধি লোপ পেয়েছিল এক উবের চালকের৷ মহিলা যাত্রীর সামনে হস্তমৈথুনে লিপ্ত হয় সে৷ যার জেরে শেষমেশ চাকরি খোয়াতে হল তাকে৷

ঘটনা মুম্বইয়ের আন্ধেরি ইস্ট এলাকার৷ সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ দিয়েছেন ওই মহিলা৷ যাত্রীর অভিযোগ, শুক্রবার সকালে একটি উবের বুক করেছিলেন তিনি৷ কিছুক্ষণ পরই সেই একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় গাড়িটি৷ আর সেখানেই মহিলার সামনে হস্তমৈথুন করতে শুরু করে ওই চালক৷ জনবহুল এলাকাতে প্রকাশ্যে চালককে এমন অভব্য আচরণ করতে দেখে রীতিমতো ক্ষিপ্ত হন ওই মহিলা৷ সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নেমে পড়েন৷ চালককে মিটার থামিয়ে দিতেও বলেন৷ তাতেও চালকের ঔদ্ধত্য এতটুকু কমেনি৷ গাড়ি থেকে নেমে এসে উলটে ওই যাত্রীকেই গালিগালাজ করতে শুরু করে সে৷ জিজ্ঞেস করে, কী হয়েছে? উত্তরে মহিলা বলেন, “আপনি জানেন না কী হয়েছে? নাকি আমি এখানে চিৎকার করে লোক জড়ো করে সবাইকে জানাব তুমি কী করছিলে?” কথা না বাড়িয়ে উত্তরের অপেক্ষা না করে অতিরিক্ত ভাড়া দিয়েই সেখান থেকে চলে যান মহিলা৷

Advertisement

[শিক্ষকদের জন্য অনলাইন কোর্স চালু করছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক]

এরপর তিনি আন্ধেরি থানায় ওই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ সোশ্যাল মিডিয়ায় মহিলার বর্ণনা ভাইরাল হতেই সেই কথা গিয়ে পৌঁছায় উবের কোম্পানির কানে৷ নিজেদের সংস্থার সম্মান রক্ষার্থে তৎক্ষণাৎ ওই চালককে চাকরি থেকে বের করে দেয় কর্তৃপক্ষ৷ উবের-এর মুখপাত্র এ খবরের সত্যতা স্বীকার করে বলেন, “আমাদের সংস্থায় এমন অভব্য আচরণের কোনও স্থান নেই৷ এই খবর আমাদের কানে আসা মাত্রই আমরা অভিযুক্ত চালককে চাকরি থেকে বরখাস্ত করেছি৷” দিনে-দুপুরে এই ঘটনা ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল৷ এমন ঘটনা নির্জন কোনও স্থানে রাতে ঘটলে বড়সড় বিপদে পড়তেই পারতেন ওই মহিলা৷ ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি৷

[কেন শেষ মুহূর্তে জানানো হল, জাতীয় পুরস্কার বিতর্কে মুখ খুললেন রাষ্ট্রপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement