Advertisement
Advertisement

Breaking News

২০২৩ সালের মধ্যে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করবে উবের

কোন কোন শহরে চলবে উবেরের এয়ার ট্যাক্সি?

Uber may launch air taxi service, drone delivery in India
Published by: Kumaresh Halder
  • Posted:August 30, 2018 5:08 pm
  • Updated:August 30, 2018 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ফ্রান্সের সঙ্গে এবার যোগ হল ভারতের নাম৷ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার ভারতের বাজারে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার উদ্যোগ নিল অনলাইন ক্যাব সংস্থা উবের৷ আগামী ২০২৩ সালের মাধ্যমে মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরুতে এই পরিষেবা চালুর লক্ষ্য নিয়ে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে অনলাইন ক্যাব পরিষেবা সংস্থা উবের৷

[নতুন রাজ্যপাল আমাদের লোক, প্রকাশ্যেই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির]

বৃহস্পতিবার উবের সংস্থার পক্ষ থেকে টোকিওতে জানানো হয়, বিশ্বের পাঁচটি দেশে এই এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার উদ্দেশ্য রয়েছে তাদের৷ এই দেশগুলির মধ্যে অন্যতম হল ভারত৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের আকাশে উড়বে উবেরের নয়া ট্যাক্সি৷ প্রাথমিক ভাবে সংস্থার তরফে জানানো হয়েছে, শুরুতে অবশ্য মুম্বই, নয়াদিল্লি, বেঙ্গালুরুতে চলবে এই পরিষেবা৷ সাফল্য পেলে বাকি শহরগুলিতে ধাপে ধাপে আকাশ পথে চালানো হবে এই নয়া ট্যাক্সি৷ ভারত ছাড়া  জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ফ্রান্সেও এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অনলাইন এই ক্যাব সংস্থা৷

Advertisement

[দ্রুত ব্যাংক ঋণ চান? ভারতীয়দের সাহায্যে হাজির গুগল]

নয়া এই ব্যবস্থা চালু করতে আকাশ পথ ঠিক করা থেকে শুরু করে অত্যাধুনিক যান কিনতেও কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ নয়া এই পরিষেবাও মিলবে অ্যাপের মাধ্যমে৷ অনলাইনে বুক করার পর স্বয়ংক্রিয় যানটি পৌঁছে যাবে যাত্রীর নির্ধারিত ঠিকনায়৷ অ্যাপের মাধ্যমেই গোটা যানটিকে নিয়ন্ত্রণও করতে পারবেন যাত্রীরা৷ দিনে দিনে বেড়ে চলা যানজটের জেরে সড়কপথে যাত্রা এখন ক্রমশ দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে৷ ফলে, যাত্রী দুর্ভোগ এড়াতেই এই এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করা হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷

[হোম থেকে অপহরণ, ৩৪ শিশুকে ধর্মান্তরিত করার দায়ে শ্রীঘরে অভিযুক্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement