Advertisement
Advertisement

Breaking News

Delhi

রবিবার কাকভোরে রক্তাক্ত দিল্লি, আততায়ীদের গুলিতে ছিন্নভিন্ন দুই যুবতী

এই ঘটনায় কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন কেজরিওয়াল।

Two women shot dead in Delhi's RK Puram। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:June 18, 2023 11:19 am
  • Updated:June 18, 2023 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে দক্ষিণ দিল্লিতে (South Delhi) আততায়ীর গুলিতে খুন (Murder) হলেন দুই যুবতী। পুলিশের অনুমান, আরকে পুরম এলাকায় ওই যুবতীদের দাদার সন্ধানে এসেছিল আততায়ীরা। কিন্তু তাঁকে না পেয়ে তাঁদেরই গুলি করে পালায় তারা। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, নিহত দুই যুবতীর নাম পিঙ্কি ও জ্যোতি। তাঁদের বয়স যথাক্রমে ৩০ ও ২৯ বছর। দিল্লির ড. আম্বেদকর বস্তিতে বাস করতেন তাঁরা। রবিবার ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ তাঁদের উপরে হামলা করে আততায়ীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

[আরও পড়ুন: ভারতের জেমস বন্ড! অস্ত্র নয়, স্রেফ মুখের কথায় থামান দাঙ্গা, গল্পকেও হার মানায় ডোভালের কীর্তি]

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনার জন্য কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায়, ”দিল্লির আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব যাদের, তারা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শোধরানোর পরিবর্তে দিল্লি সরকারকে দখল করার চক্রান্ত করছে। যদি লেফটেন্যান্ট গভর্নরের পরিবর্তে আপের হাতে দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব থাকত তবে তা অনেক বেশি নিরাপদ স্থান হত।”

[আরও পড়ুন: মারাত্মক ভুল ব্যাখ্যা হচ্ছে! ৮৮ হাজার কোটি টাকা উধাও হওয়া নিয়ে সাফাই রিজার্ভ ব্যাংকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement