Advertisement
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে দুই গ্রামরক্ষীকে অপহরণ করে খুন জঙ্গিদের! ‘শীঘ্রই বদলা নেব’, হুঙ্কার উপরাজ্যপালের

নিরাপত্তারক্ষীদের কাছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার আর্জি, 'যে কোনও মূল্যে সন্ত্রাসবাদকে রুখে দিতে হবে।'

Two village defence guards have been kidnapped and killed by terrorists in Jammu and Kashmir

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:November 8, 2024 9:42 am
  • Updated:November 8, 2024 9:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন এবং সরকার গঠনের পরও কাশ্মীরে সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রবিবারই শ্রীনগরের একটি বাজারে বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছিলেন। এবার গ্রামরক্ষী বাহিনীর দুই সদস্যকে অপহরণ করে খুন করল জঙ্গিরা।

কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার কাশ্মীরের কিস্তওয়ার জেলার আধওয়ারি এলাকার একটি জঙ্গলের কাছ থেকে গ্রামরক্ষা বাহিনীর দুই সদস্যকে অপহরণ করে জঙ্গিরা। পরে তাদের গুলি করে হত্যা করা হয়। জঙ্গিরা এখনও ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তারক্ষীদের। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। কাশ্মীর টাইগার্স নামের একটি সংগঠন পুরো ঘটনার দায় স্বীকার করেছে। মৃত দুই গ্রাম রক্ষী বাহিনীর সদস্যের মৃতদেহের ছবিও প্রকাশ করেছে ওই জঙ্গি সংগঠন। ওই সংগঠনটি জইশ-ই-মহম্মদেরই শাখা সংগঠন বলে খবর।

Advertisement

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তাঁর সাফ কথা, “আমরা কঠোরভাবে সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ করছি। সব সন্ত্রাসবাদী সংগঠনকে ধ্বংস করে আমরা দ্রুত এই ঘটনার বদলা নেব।” কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুখ আবদুল্লাহ এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এর আগে রবিবার শ্রীনগরের হামলার পর ওমর আবদুল্লা নিরাপত্তারক্ষীদের কাছে আর্জি জানান, যে কোনও মূল্যে সন্ত্রাসবাদকে রুখে দিতে হবে। কিন্তু তাতেও আটকানো যাচ্ছে না সন্ত্রাস।

প্রায় দশ বছর পর বিধানসভা নির্বাচন হয়েছে জম্মু ও কাশ্মীরে। মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা। কিন্তু ভোটের পরেও শান্তি ফেরেনি উপত্যকায়।নির্বাচনের আগে থেকেই উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়েছিল জঙ্গিরা। ভোটের পরও সেটা চালিয়ে যাওয়ার চেষ্টায় জেহাদিরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement