সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে আসতে না আসতেই বিভ্রান্তি নয়া ৫০০ টাকার নোটকে ঘিরে৷ ইতিমধ্যেই দেশের বাজারে অন্তত দু’রকম দেখতে ৫০০ টাকার নোট মিলছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে যে সাধারণ মানুষের মনে শুধু বিভ্রান্তি তৈরি হবে তাই নয়, বরং কেন্দ্র যে লক্ষ্যে নতুন নোট বাজারে ছাড়ল, সেই প্রক্রিয়াও ধাক্কা খেতে পারে৷
খালি চোখে এই নোটগুলিতে তেমন পার্থক্য না দেখা গেলেও একটু খুঁটিয়ে দেখলেই মিলছে অমিল৷ যেমন দিল্লির এক বাসিন্দা একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অন্তত দু’রকম নোট তিনি নিজেই ব্যবহার করে দেখেছেন৷ কোনওটায় মহাত্মা গান্ধীর ছবিতে তো কোথাও আবার অশোক স্তম্ভের অবস্থানে পার্থক্য রয়েছে৷ গুরুগ্রামের এক বাসিন্দা আবার জানিয়েছেন, দু’রকমের ৫০০ টাকার নোটের বর্ডারের মাপ বিভিন্ন৷
এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র মুখপাত্র আলপনা কিল্লাওয়ালা জানিয়েছেন, তাড়াহুড়োর মধ্যে নোট ছাপাতে গিয়ে কিছু ত্রুটি থেকে যেতেই পারে৷ কিন্তু ওই নোটে অবাধে কেনাকাটায় কোনও বাধা নেই৷ মানুষ মুক্ত মনে ওই নোট ব্যবহার করতে পারেন৷ প্রয়োজনে ওই নোট আরবিআইকে ফিরিয়েও দিতে পারেন৷ যদিও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাইয়ের অভিযোগ, আরবিআইয়ের উচিত ছিল ৫০০ টাকার নোট ছাপানোর বিষয়ে আরও যত্নশীল হওয়া৷ কারণ, আজ না হয় কাল, পাকিস্তান ওই নোটের নকল ঠিকই ছাপবে৷ কারণ, পাক প্রশাসনের মদতে নকল টাকা ছাপানোর সমস্ত প্রযুক্তিই দুষ্কৃতীদের হাতের মুঠোয়৷
অন্যদিকে, আজ থেকে ব্যাঙ্ক বা ডাকঘরে আর বাতিল হয়ে যাওয়া পাঁচশো, হাজার টাকার নোট বদলানো যাবে না বলে জানিয়ে দিয়েছে অর্থমন্ত্রক৷ এতদিন বাতিল নোট বদলে নতুন দু’হাজার, ৫০০ টাকার নোট বা অন্যান্য পুরনো নোট পাচ্ছিলেন সাধারণ মানুষ৷ তবে গ্রাহকরা আগের মতোই অ্যাকাউন্টে পুরনো নোট জমা দিতে পারবেন৷ সরকারের বেঁধে দেওয়া সীমা পর্যন্ত টাকা তুলতেও পারবেন৷ এই ঘোষণার জেরে হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া ছাড়া মানুষের আর কোনও উপায় থাকল না৷ ৩০ ডিসেম্বরের পর হাজার টাকা বাজে কাগজে পরিণত হবে৷ ব্যাঙ্কে জমা হওয়া হিসাব বহির্ভূত টাকার উপর কর সংক্রান্ত আইনের সংশোধন নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ আগেই জানানো হয়েছিল নোট বাতিলের পর ব্যাঙ্কে হিসাব বহির্ভূত টাকা জমার ক্ষেত্রে কর ধার্য করবে সরকার৷ এর আগে আয় ঘোষণা প্রকল্পে এই কর ও জরিমানা ধার্য করা হয়েছিল ৪৫ শতাংশ৷ কিন্তু বর্তমানে সেটি ৬০ শতাংশ পর্যন্ত করার প্রস্তাব রয়েছে৷ আরও জানা গিয়েছে, সরকার বন্ডের মতো সঞ্চয়ের কিছু ব্যবস্থা আনছে যেখানে বাতিল নোট জমা করা যাবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.