Advertisement
Advertisement

Breaking News

Kashmir

জি-২০ সম্মেলনে জেহাদের ছায়া, কাশ্মীরে খতম ২ লস্কর জঙ্গি

নেপথ্যে পাকিস্তান!

Two terrorists neutralised in Kashmir | Sangbad Pratidin

ছবি:প্রতীকী

Published by: Monishankar Choudhury
  • Posted:May 4, 2023 8:46 am
  • Updated:May 4, 2023 8:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনে জেহাদের ছায়া! জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বারামুলায় দুই লস্কর জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর।

জম্মু ও কাশ্মীর পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এদিন বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় একটি জঙ্গিডেরায় অভিযান চালায় সেনাবাহিনী। সংঘর্ষে নিহত হয়েছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার দুই সদস্য। মৃত জঙ্গিদের নাম শাকিক মাজিদ নাজার ও হানান আহমেদ সেহ। তারা কাশ্মীরেরই বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement

এর আগে বুধবার কুপওয়াকরায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে দুই জঙ্গি। তাৎপর্যপুর্ণভাবে, চলতি মাসেই শ্রীনগরে জি-২০ জোটের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আমেরিকা, রাশিয়া ও চিন-সহ সদস্যদেশগুলির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এহেব পরিস্থিতিতে জেহাদি গতিবিধি বৃদ্ধির কথা জানিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি।

[আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার, রাতের বেলা জম্মুতে টহল দেবে মহিলা পুলিশবাহিনী]

উল্লেখ্য, মে মাসের ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত শ্রীনগরের মাটিতে জি-২০র পর্যটন সংক্রান্ত বৈঠক হবে। দেশের নানা প্রান্তেই জি-২০ সম্মেলনের একাধিক বৈঠক হয়েছে। কিন্তু শ্রীনগরের মতো স্পর্শকাতর কেন্দ্রে এই প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হবে। শ্রীনগর ছাড়া লেহ ও লাদাখেও এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এহেন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে পাকিস্তান (Pakistan)।

[আরও পড়ুন: ‘জয় বজরংবলি স্লোগান তুলে ওদের শাস্তি দিন’, ফের ‘বজরং দল’ ইস্যুতে কংগ্রেসকে তোপ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement