Advertisement
Advertisement
Kashnir Terrorist

উপত্যকায় বড় সাফল্য যৌথবাহিনীর, শ্রীনগরে মুখোমুখি সংঘর্ষে খতম দুই জঙ্গি

দুই জঙ্গি পাকিস্তানি, জানিয়েছেন কাশ্মীর পুলিশ।

Two Terrorists Killed in Srinagar in Kashmir Police Shootout | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:April 10, 2022 4:54 pm
  • Updated:April 10, 2022 4:54 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: শ্রীনগরে (Srinagar) পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই সন্ত্রাসবাদীর। গত সোমবার এক সিআরপিএফ (CRPF) জওয়ানকে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে আজকে নিহত একজন জঙ্গির যোগ রয়েছে বলে জানা গিয়েছে কাশ্মীর (Kashmir) পুলিশ সূত্রে। জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার জানিয়েছেন, মৃত দুই জঙ্গি পাকিস্তানি (Pakistani)। যদিও এখনও পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথ ভাবে একটি জঙ্গি দমন প্রক্রিয়া চালায়। বেশেমবার নগর এলাকায় জঙ্গিরা (Terrorist) লুকিয়ে রয়েছে বলে খবর ছিল পুলিশের কাছে। সেই খবরের ভিত্তিতেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় যৌথ বাহিনী। সেই সময়ই লুকিয়ে থাকা দুই জঙ্গি যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। যৌথ বাহিনীর পালটা গুলিতেই খতম হয় প্রথম জঙ্গি। প্রায় ঘণ্টা দুয়েক পরে মৃত্যু হয় দ্বিতীয় জঙ্গির।

Advertisement

[ আরও পড়ুন: কোভিশিল্ড নিয়েই মৃত্যু? সুবিচার চেয়ে কেরলের কোর্টে তরুণীর মা-বাবা]

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল এক সিআরপিএফ জওয়ান খুন হন জঙ্গিদের হাতে। জখম হন আর এক সিআরপিএফ জওয়ান। মাইসুমা অঞ্চলে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরাসরি বন্দুক তাক করে গুলি (Gun Shooting) চালানো হয় দুই সিআরপিএফ জওয়ানের দিকে।

বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত কাশ্মীর।গত একমাসে তিন জন পাকিস্তানি জঙ্গি খুন হয়েছে বলে জানা গিয়েছে। ১১ মার্চ এক পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করে কাশ্মীর পুলিশ। রাজধানী শ্রীনগরের বুকে হামলা চালানোর ছক কষছে তারা, এমনটাই ধারণা নিরপত্তা বিশেষজ্ঞদের। জঙ্গিরা হামলা চালিয়েছে পরিযায়ী শ্রমিকদের উপরেও। জঙ্গি দমনে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army), স্থানীয় পুলিশ এবং সিআরপিএফ, এমনটাই জানা গিয়েছে।

[ আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু! হাওড়া হাসপাতালে ভাঙচুর পরিবারের, আক্রান্ত ২ চিকিৎসক

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement