Advertisement
Advertisement

Breaking News

উপত্যকায় ফের সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র

এখনও এলাকায় জারি তল্লাশি৷

Two terrorists killed in Pulwama
Published by: Sayani Sen
  • Posted:November 10, 2018 10:49 am
  • Updated:November 10, 2018 10:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আবারও নতুন করে উত্তপ্ত উপত্যকা৷ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় রাতভর চলে লড়াই৷ দুই জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷ এখনও ওই এলাকায় চলছে তল্লাশি৷

[সেনার হাতে উঠল ‘বজ্র’, শত্রুর উপর আছড়ে পড়বে সাক্ষাৎ মৃত্যু]

শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ছিল জম্মু-কাশ্মীরে পুলওয়ামা৷ শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই৷ ওইদিন সকালেই এক জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷ পুলওয়ামার ত্রালে নিকেশ হওয়া ওই জঙ্গি পাকিস্তানের বাসিন্দা৷ সে জইশ-ই-মহম্মদের সদস্য বলেই সেনা সূত্রে খবর৷ এই ঘটনায় এক জওয়ানও গুরুতর জখম হন৷ এখনও হাসপাতালে ভরতি রয়েছেন তিনি৷ তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল৷ এরপরেও ওই এলাকায় জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই খবর পায় ভারতীয় সেনা৷ রাতভর জঙ্গির খোঁজে চলে তল্লাশি অভিযান৷ সেই সময় ভারতীয় সেনার উপর হামলা চালায় জঙ্গিরা৷ পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই৷

Advertisement

[চাকরি হারানোর জের, সিনিয়র ম্যানেজারকে গুলি করে খুন প্রাক্তন কর্মীর]

শনিবার সকালে ওই এলাকা থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার করা হয়৷ ভারতীয় সেনার দাবি, গতরাতের এনকাউন্টারেই খতম হয়েছে এই জঙ্গিরা৷ তবে শনিবার সকালে যে জঙ্গিদের দেহ উদ্ধার হয়েছে তাদের নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি৷ কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গেই বা তারা জড়িত ছিল, সে বিষয়েও এখনও কোনও সুস্পষ্ট তথ্য ভারতীয় সেনার কাছে নেই৷ তবে তাদের পোশাক দেখে ভারতীয় সেনার অনুমান, ওই দুই জঙ্গি জইশ-ই-মহম্মদের সদস্য ছিল৷ নিকেশ হওয়া এই দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ পাওয়া গিয়েছে ইনসাস রাইফেল, গুলি-সহ আরও অনেক আগ্নেয়াস্ত্র৷

[‘আর্বান নকশাল’ ইস্যুতে ছত্তিশগড়ে কংগ্রেসকে নজিরবিহীন আক্রমণ মোদির]

একের পর এক জঙ্গি আনাগোনার খবরে উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা৷ শনিবারের পুলওয়ামার ঘটনায় এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্ত৷ পুলিশের তরফে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ জঙ্গি ধরপাকড়ের কাজে স্থানীয় বাসিন্দাদের সহায়তার আরজি জানানো হয়েছে৷ এলাকায় আপাতত ব্যাহত ইন্টারনেট পরিষেবা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement