Advertisement
Advertisement

Breaking News

kashmir

ফের কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, মাইন ফিল্ডে খণ্ডবিখণ্ড ২ জেহাদির দেহ

এই ঘটনার পর থেকে পাকিস্তান সীমান্তে সুরক্ষা আরও বাড়িয়ে তোলা হয়েছে।

two terrorists killed in LoC in Jammu | Sangbad Pratidin

ছবি: ফাইল

Published by: Monishankar Choudhury
  • Posted:August 24, 2022 1:59 pm
  • Updated:August 24, 2022 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বানচাল জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ফৌজের পেতে রাখা মাইন ফিল্ডে পা রাখতেই খণ্ডবিখণ্ড দুই সন্ত্রাসবাদীর দেহ। এই ঘটনার পর থেকে পাকিস্তান সীমান্তে সুরক্ষা আরও বাড়িয়ে তোলা হয়েছে।

সেনা সূত্রে খবর, মঙ্গলবার জম্মুর রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি দেখতে পান জওয়ানরা। পাকিস্তানের দিক থেকে ভারতের জমিতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা যায় দুই সন্ত্রাসবাদীকে। নিয়ন্ত্রণরেখায় ভারতের দিকে কিছুটা ঢুকেও পড়ে পাকিস্তানের মদতপুষ্ট ওই জেহাদিরা। কিন্তু সেখানে পেতে রাখা মাইন ফিল্ডে পা দিতেই বিস্ফোরণে নিকেশ হয় তারা। ইতিমধ্যে নিহত জঙ্গিদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনা। বলে রাখা ভাল, পাকিস্তান সীমান্তে কাঁটাতারের পাশাপাশি জমিতে মাইন পুঁতে রাখে সেনাবাহিনী। ওই মাইনগুলিতে পা রাখলেই ঘটে বিস্ফোরণ।

Advertisement

[আরও পড়ুন: সোনিয়ার পছন্দের গেহলটই কংগ্রেসের পরবর্তী সভাপতি? বৈঠকের পর আরও জোরালো জল্পনা]

তাৎপর্যপূর্ণ ভাবে, সম্প্রতি ভূমিপুত্র না হলেও কাশ্মীরে বসবাসকারীদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে নির্বাচন কমিশনের ঐতিহাসিক ঘোষণার পরই হুমকি দিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। ভিনরাজ্যের বাসিন্দাদের উপরে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে তারা। জঙ্গিদের (Terrorist) একটি ওয়েবসাইটে সরাসরি এই হুমকি দিয়েছে জেহাদিরা। সেই সঙ্গে তারা জানিয়ে দিয়েছে, শিগগিরি এই বিষয়ে তাদের বিস্তারিত মতলব তারা জানিয়ে দেবে এই ওয়েবসাইটেই। এহেন পরিস্থিতিতে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের চেষ্টা চিন্তা বাড়াচ্ছে।

উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনার ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে জঙ্গিদের মদতে ছায়াযুদ্ধ চালাচ্ছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। এহেন পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে।

[আরও পড়ুন: দ্রুত অপরাধী ধরতে নয়া উদ্যোগ, আঙুলের ছাপ সংগ্রহ করে তৈরি ডেটা ব্যাংক ‘নাফিস’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement