ছবি:প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উপত্যকায় বানচাল নাশকতার বড়সড় ছক। শুক্রবার থেকে চলা সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) শোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি।
কাশ্মীর পুলিশ সূত্রে খবর, শোপিয়ানের কানিগাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর দেন গোয়েন্দারা। ওই খবরের উপর ভিত্তি করেই গতকাল থেকে শুরু করা হয় অভিযান। জঙ্গিদের পালানোর পথ বন্ধ করতে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এদিকে, পুলিশ ও সেনার উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু ওরে জেহাদিরা। গোটা রাত ও শনিবার সকল পর্যন্ত চলে অভিযান। ইতিমধ্যে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। এই সংঘর্ষে সেনার দুই জওয়ানও আহত হয়েছেন। এক শীর্ষ পুলিশকর্তার মতে, গণতন্ত্র দিবসে কাশ্মীরে হামলার চালানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু নিরাপত্তারক্ষীরা সতর্ক থাকে সেই চেষ্টা ভেস্তে গিয়েছে।
এদিকে, শুক্রবার শ্রীনগরের নরওয়াল এলাকায় দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও হাতিয়ার উদ্ধার করা হয়৷ কাশ্মীরের পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর ছিল যে বেশ কিছু জঙ্গি প্রচুর পরিমাণ অস্ত্র নিয়ে ওই এলাকায় দিয়ে যেতে পারে৷ এই খবরের ভিত্তিতে স্পেশ্যাল চেক পয়েন্ট তৈরি করা হয়েছিল। একটি গাড়িকে চেকিংয়ের জন্য আটকাতেই সেটি পালানোর চেষ্টা করে৷ এরপর গাড়ি থেকে দু’জনকে পাকড়াও করা হয়৷ এর মধ্যে একজন The Resistance Front (TRF) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে৷ তাদের কাছ থেকে একে সিরিজের রাইফেল, ১ পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড ও ১৫ পিস্তল রাউন্ড পাওয়া গিয়েছে ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.