সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও উত্তপ্ত উপত্যকা৷ উত্তর কাশ্মীরের কুপওয়ারার লোলাবে নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ দুই জঙ্গি৷ নিকেশ হওয়া ওই জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ এখনও নিরাপত্তারক্ষীরা ওই এলাকায় অপারেশন জারি রেখেছে৷
#JammuAndKashmir: Two terrorists involved in the recent rifle snatching case, killed by security forces in Kupwara’s khumriyal area. (visuals deferred by unspecified time) pic.twitter.com/mehaAu066B
— ANI (@ANI) August 2, 2018
উত্তর কাশ্মীরের কুপওয়ারার খুমরিয়ালের লোলাবে জঙ্গিরা লুকিয়ে রয়েছে৷ গোপনসূত্রে এই খবর পায় নিরাপত্তারক্ষীরা৷ জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই বৃহস্পতিবার সেনাবাহিনী ও নিরাপত্তারক্ষীরা যৌথভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়৷ অভিযান চলাকালীন সেনাবাহিনী ও নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালায় জঙ্গিরা৷ গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবার দেয় ভারতীয় সেনাও৷ গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই জঙ্গি৷
স্পেশ্যাল অপারেশন গ্রুপের আধিকারিক আমবরকর শ্রীরাম দিনকর বলেন, ‘‘তল্লাশি অভিযানে নিকেশ হওয়া দুই জঙ্গির কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র ও বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে৷’’ এর আগে গত মঙ্গলবার লোলাবেই কর্তব্যরত দুই পুলিশ আধিকারিকের কাছ থেকে ইনসাস রাইফেল লুট করে বেশ কয়েকজন জঙ্গি৷ সেনার অনুমান, নিকেশ হওয়া এই দুই জঙ্গিই ওই রাইফেল ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল৷
কুপওয়ারার পাশাপাশি নতুন করে আবারও অশান্ত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ৷ সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে অনন্তনাগের ব্রাকপোরা এলাকায় ব্যাংকের সামনে পাহারা দিচ্ছিলেন এক বন্দুকধারী পুলিশ আধিকারিক৷ এদিন সকালে বেশ কয়েকজন জঙ্গি ব্যাংকের সামনে আসে৷ হতচকিত হয়ে পরে ব্যাংকের সামনে থাকা অন্যান্য গ্রাহকরা৷ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাত থেকে বন্দুকটি ছিনতাই করে জঙ্গিরা৷ যদিও ব্যাংক থেকে টাকা লুটপাটের মতো কোনও ঘটনাই ঘটেনি৷ অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে চম্পট দেয় জঙ্গিরা৷ কোনও জঙ্গি সংগঠনই এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.