সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। বুধবার জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে আরও একবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে জঙ্গিরা। অনুপ্রবেশকারী ২ জঙ্গিকে নিকেশ করলেন সেনা জওয়ানরা। লুকিয়ে থাকা জেহাদিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
কাশ্মীর পুলিশ সূত্রে খবর, খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে জঙ্গিরা সীমান্তে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করেছিল। উরি সেক্টরের বারামুল্লা জেলায় জেহাদিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াই হয়। উদ্ধার করা হয়েছে গোলা বারুদ-সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। অন্য জঙ্গিদের খুঁজতে তল্লাশি জারি রয়েছে।
“Update from #Uri, Baramulla”: Two infiltrating #terrorists neutralized by vigilant security forces. Recovered incriminating materials, arms & ammunition. Extensive search operations are on. https://t.co/ZO5lGdlYwI
— Kashmir Zone Police (@KashmirPolice) November 15, 2023
গত ২১ অক্টোবরও জঙ্গিরা উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা বা লাইন অফ কন্ট্রোল (LoC) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু নিরাপত্তাবাহিনী, জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জঙ্গিদের সেই ছক বানচাল করে দেয়। সেসময় উত্তর কাশ্মীরের উরি সেক্টরের (Uri sector) বারামুল্লা জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর তীব্র গুলির লড়াই চলে। সংঘর্ষে জেহাদিদের থেকে ছটি পিস্তল ও চারটি গ্রেনেড উদ্ধার করেন জওয়ানরা। তার পর থেকেই ওই অঞ্চলে তল্লাশি অভিযান শুরু হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে নিয়ন্ত্রণরেখার কাছে হাতলাঙ্গা নালা দিয়ে উরিতে ঢোকার চেষ্টা করছিল তিন জঙ্গি। অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দেয় সেনা। এনকাউন্টারে খতম হয় তিন জঙ্গি। এক বিবৃতিতে সেনার তরফে জানানো হয়েছিল, উরিতে তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের পাশাপাশি ভারতীয় সেনার উপরে গুলি চালায় পাক সেনা (Pakistan Army)। ভারতীয় বাহিনীর কপ্টার লক্ষ্য করেও গুলি চালানো হয়। এদিনও আরও একবার সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটিয়ে হামলার ছক বানচাল করে দিল ভারতীয় সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.