সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হল আরও ২ জনকে। এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। পুরো হত্যাকাণ্ডে এই দু’জনের কী সম্পর্ক তা এখনও স্পষ্ট নয়। তবে প্রমাণ লোপাটের অভিযোগ আছে এদের বিরুদ্ধে। তাই তাদের জেরা করে হত্যাকাণ্ডের অনেক তথ্য মিলবে বলেই বিশ্বাস পুলিশের।
[ জেলে সহবন্দিদের আক্রমণ, মরণাপন্ন ২৬/১১ হামলার অন্যতম চক্রী হেডলি ]
গত সেপ্টেম্বরে নিজের বাড়ির সামনেই খুন হন প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশ। দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী রাজনীতির কড়া সমালোচক ছিলেন গৌরী। তার জেরেই তাঁকে খুন হতে হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল। গত ১০ মাসে একাধিক ব্যক্তিকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও সুরাহা হয়নি। গ্রেপ্তার হওয়া এক ব্যক্তিকে জেরা করেই এই দু’জনের খোঁজ পায় পুলিশ। তারপরই তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। এদের একজন সোনার দোকানে কাজ করে। অন্যজনের ধূপ তৈরির ব্যবসা আছে। এর আগে মোহন নায়েক বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও ষড়যন্ত্র ও হত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাকে জেরা করতেই করতেই এই দু’জনের সন্ধান পায় গোয়েন্দারা।
গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের তরফে জানানো হয়েছে তদন্ত প্রক্রিয়া প্রায় শেষের মুখে। যে ব্যক্তি গৌরী লঙ্কেশকে হত্যা করেছিল আর যে তাকে আশ্রয় দিয়েছিল-দু’জনেই এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে। এছাড়া ষড়যন্ত্রে যারা যুক্ত ছিল তাদেরও একে একে গ্রেপ্তার করা হয়েছে। কেউ কেউ অন্য রাজ্যে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। যদিও গোয়েন্দাদের চোখে ধুলো দিতে পারেনি। গত ফেব্রুয়ারি থেকে একে একে এই গ্রেপ্তার প্রক্রিয়া শুরু হয়। ফরেনসিক রিপোর্টে জানা যায়, যে বন্দুক দিয়ে অধ্যাপক কালবুর্গিকে হত্যা করা হয়েছিল, তা দিয়েই খুন করা হয় গৌরী লঙ্কেশকে। সেই সূত্র ধরেই শুরু হয় তদন্ত ও গ্রেপ্তারি। এখন পুরো ঘটনার রূপরেখা অনেকটাই স্পষ্ট। খুব শিগগিরি তদন্তের জাল গুটিয়ে ফেলা হবে বলেও জানা যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.