সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ৪১৪ দিন আইএস-এর ডেরায় মুখ বুজে পড়ে থাকতে হয়েছিল তাঁদের৷ অবশেষে গত ১৫ সেপ্টেম্বর মুক্তির স্বাদ পেলেন দুই অধ্যাপক৷ আতঙ্কের অন্ধকার কাটিয়ে শনিবার সকালে হায়দরাবাদের বাড়িতে ফিরলেন অধ্যাপক টি গোপালাকৃষ্ণ ও সি এইচ বলরাম৷ বিদেশমন্ত্রকের কড়া নজরদারির মধ্যে শুক্রবার গভীর রাতে শামশাবাদ বিমানবন্দরে নামেন তাঁরা৷ সেখান থেকে মেডিক্যাল পরীক্ষার পর বাড়ি ফেরেন৷
২০১২ সাল থেকে লিবিয়ার সিরতে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়াতেন গোপালাকৃষ্ণ৷ ২০০৯ থেকে সেই বিশ্ববিদ্যালয়ে ইংরেজির অধ্যাপনা করতেন বলরাম৷ গত বছর ২৯ জুলাই ত্রিপোলি থেকে ভারতে ফেরার বিমান ধরতে যাওয়ার সময় আইএস জঙ্গিরা তাঁদের অপরহণ করে৷ তাঁর সঙ্গে কর্নাটকের আরও দু’জনকে অপহরণ করেছিল জঙ্গিরা৷ তবে লক্ষ্মীকান্ত ও বিজয় কুমারকে পরে ছেড়ে দেয় এই জঙ্গিগোষ্ঠী৷
তারপর থেকে ইসলামিক স্টেটের আস্তানায় প্রতিটা দিন ভয়ে ভয়ে কাটাতে হয়েছে দুই অধ্যাপককে৷ ঠিক কোন অপরাধে তাঁদের এমন শাস্তি ভোগ করতে হচ্ছিল, তাও বুঝতে পারছিলেন না তাঁরা৷ ভাবতেও পারেননি সেই নরক থেকে বেরিয়ে কোনওদিন বাড়ি ফিরতে পারবেন কি না৷ স্ত্রী সন্তানদের সঙ্গে ফের কোনওদিন দেখা হবে কি না৷ আপ্লুত বলরাম তাই বলছেন, “ভাবতেই পারিনি ওখান থেকে বেঁচে ফিরব৷ প্রার্থনা করতাম, কেউ যেন এসে আমাদের উদ্ধার করে৷ প্রার্থনায় সাড়া পাওয়ার আশা যদিও খুব একটা ছিল না৷ বাড়ি ফিরে পরিবারের সবাইকে দেখতে পেয়ে যে কতটা আনন্দ হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন৷ আমাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রককে ধন্যবাদ জানাই৷” তবে আইএস ডেরা থেকে কীভাবে অধ্যাপকদের উদ্ধার করা হয়েছে, সেই বিষয়টি বিদেশমন্ত্রকের তরফে গোপন রাখতে বলা হয়েছে৷ উল্লেখ্য কাবুল থেকে অপহৃত কলকাতার মেয়ে জুডিথ ডি’সুজাও বাড়ি ফিরতে পেরেছিলেন বিদেশমন্ত্রকের তৎপরতাতেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.