সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধনাগারে বন্দি৷ অথচ সেখান থেকেই কারা কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে দুই জেলবন্দি৷ তাদের হাতে বন্দুক৷ এমনকী, তারা মদ্যপানও করছে৷ উত্তরপ্রদেশের উন্নাও সংশোধনাগারের এমনই বেশ কয়েকটি ছবি, ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল৷ যোগীর রাজ্যের জেলের ওই ভিডিও নিয়েই রীতিমতো শোরগোল শুরু হয়েছে৷ সংশোধনাগারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷
ভিডিওতে দেখা যাচ্ছে দুই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে৷ দুটি পৃথক খুনের ঘটনাতেই সাজাপ্রাপ্ত দুজন৷ ওই দুই বন্দি মেরঠ থেকে উন্নাও সংশোধনাগারে এসেছে৷ ভিডিওটিতে তারা বলছে, ‘‘মেরঠ থেকে উন্নাও যে কোনও লোককে খুন করতে পারি আমরা।’’ মদ্যপান করতেও দেখা যাচ্ছে এদের।
অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যারাকের মধ্যেই অন্যান্যদের সঙ্গে পিকনিক করছে ওই দু’জন। বন্দিদের অভিযোগ, জেলের কয়েকজন কর্মীর সঙ্গে মিলে তারা জেলকর্মীদের ভয় দেখানোর চেষ্টা করেছিল। বন্দিদের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত দুই জেল ওয়ার্ডেন মাতা প্রসাদ ও হেমরাজ৷
দুটি ভিডিও বিদ্যুতের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তা নজরে এসেছে জেলাশাসকেরও৷ জেল কর্তৃপক্ষের দাবি, ভিডিওতে দেখতে পাওয়া বন্দুকটি আসল নয়, মাটির তৈরি৷ তা নিয়েই চলছে ভয় দেখানোর চেষ্টা৷ পাশাপাশি ইতিমধ্যে এই ঘটনার তদন্তে একটি কমিটি গঠনও করা হয়েছে৷ কমিটিতে রয়েছেন দুই উচ্চপদস্থ আধিকারিক রাজেশ ও উমেশ চন্দ্র ত্যাগী। তবে এই ঘটনার জেরে যোগী রাজ্যের কারাদপ্তরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷
Inmates at the Unnao jail seen in a viral video brandishing weapons and drinking liquor at the jail. AK Singh, Jail Superintendent (Picture 4) says, “A report on the incident has been sent to higher officials, strict action will be taken within 1-2 days,” (26.6.19) pic.twitter.com/2FpGVN1PyQ
— ANI UP (@ANINewsUP) June 27, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.