Advertisement
Advertisement

জঙ্গিদের গুলিতে মণিপুরে নিহত ২ পুলিশকর্মী, আহত ৪ 

পুলিশের কনভয় লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ করে জঙ্গিরা

two police personnel dead, four injured in manipur ambush
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 10:35 am
  • Updated:December 15, 2016 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে আচমকা জঙ্গি হামলায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মণিপুরের লোকচাওতে পুলিশের গাড়ি লক্ষ্য করে তীব্র গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা৷ জঙ্গিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত দুই পুলিশকর্মী, আহত আরও চারজন৷

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে ডেপুটি কমান্ডান্ট মোবি সিংয়ের নেতৃত্বে তিনটি পুলিশের গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল৷ দু’টি মারুতি জিপসি ও একটি মিনি টাটা ট্রাক ৪০৭-এ করে পুলিশকর্মীরা যাচ্ছিলেন৷ লোকচাওয়ের কাছে পৌঁছতেই পুলিশের কনভয়কে তিনদিক থেকে ঘিরে ফেলে জঙ্গিরা৷ অত্যাধুনিক হালকা আগ্নেয়াস্ত্র থেকে একটানা গুলিবর্ষণ করতে থাকে জঙ্গিরা৷ এধরনের হামলাকে পোশাকি ভাষায় বলে ‘অ্যামবুশ অ্যাটাক’৷ দু’টি জিপসি কোনওমতে এগিয়ে যায় কিন্তু মিনি টাটা ট্রাকটি একেবারে জঙ্গিদের গুলির মুখে পড়ে৷ মোরে থানার পুলিশকর্মীরা ছিলেন ওই ট্রাকে৷ তাঁদের মধ্যেই দু’জন জঙ্গিদের গুলিতে এদিন প্রাণ হারান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement