Advertisement
Advertisement
অসমে খতম জঙ্গি

অসমের কোকরাঝাড়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই, খতম ২ জঙ্গি

বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চলছে।

Two NDFB terrorists gun down in Kokrajhar district in Assam
Published by: Soumya Mukherjee
  • Posted:November 1, 2019 9:55 am
  • Updated:November 1, 2019 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পর জঙ্গি তৎপরতার জেরে এবার আতঙ্ক ছড়াচ্ছে অসমেও। তবে প্রস্তুত রয়েছে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলিও। বিভিন্ন জায়গায় নাকা চেকিং করার পাশাপাশি খবরের ভিত্তিতে গোপন অভিযানও চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার রাতেই যেমন পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে দু’জন এনডিএফবি জঙ্গি। ঘটনাটি ঘটেছে অসমের কোকরাঝাড় জেলার গোঁসাইগাঁও ছাইবিল এলাকায়। এখনও পর্যন্ত মৃতদের নাম পরিচয় জানা যায়নি।

[আরও পড়ুন: এনসিসির মহিলা ক্যাডেটদের পর্ন ভিডিও পাঠানোর অভিযোগ, কোর্ট মার্শালের মুখে মেজর জেনারেল]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গোঁসাইগাঁওয়ের ওই এলাকায় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড বা এনডিএফবি জঙ্গিরা সক্রিয়। গত কয়েকদিন ধরে তাদের তৎপরতা আরও বেড়েছিল। খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন স্থানীয় পুলিশকর্মী ও নিরাপত্তা রক্ষীরা। বৃহস্পতিবার রাতে সন্দেহজনক কয়েকজনকে ছাইবিল এলাকা দিয়ে যেতে দেখেন অসম পুলিশের কমান্ডোরা। বাইক আরোহীদের দাঁড়াতে বলা হলেও তারা দাঁড়ায়নি। উলটে কমান্ডোদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। উভয়পক্ষের গুলির লড়াইয়ের ফলে ঘটনাস্থলেই খতম হয় এক জঙ্গি। গুরুতর জখম হন আরও একজন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে গুলির লড়াইয়ের মাঝে দুই সঙ্গীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেই পালিয়ে যায় বাকি জঙ্গিরা। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মহা’, চরম সতর্কতা সমুদ্র উপকূলে]

এপ্রসঙ্গে পুলিশ সুপার রাজেন সিং জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে গোঁসাইগাঁওয়ের ছাইবিল এলাকায় নজরদারি চালানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে আচমকা সন্দেহজনক কয়েকজন বাইক আরোহীকে দেখে সন্দেহ হয়। দাঁড়াতে বলা হলেও তা শোনেনি তারা। উলটে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। উভয়পক্ষের গুলির লড়াইয়ে দুই জঙ্গি খতম হয়েছে। পালিয়ে যাওয়া বাকি জঙ্গিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement