ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। ছত্তিশগড়ের সুকমা জেলার কিস্তারাম থানা এলাকায় গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই মাওবাদীর। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। শনিবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে পুলিশের তরফে।
সুকমা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কিস্তারাম থানা এলাকার এক জঙ্গলের মধ্যে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে গোপন সূত্রে এই খবর এসেছিল পুলিশের কাছে। সেইমতো শুক্রবার রাতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে ডিআরজি ও কোবরা ফোর্স। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ও পিছু হঠার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা গুলি চালায় বাহিনী। দীর্ঘক্ষণ দুইপক্ষের গুলির লড়াই চলার পর নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই মাওবাদীর।
পুলিশের তরফে জানা গিয়েছে, ওই এলাকায় এখনও বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে। তবে মৃত মাওবাদীদের কোনও পরিচয় এখনও প্রশাসনের তরফে প্রকাশ্যে আনা হয়নি। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী শূন্য ভারতের লক্ষ্য বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য পূরণে কোমর বেঁধে নেমে পড়েছে নিরাপত্তাবাহিনী। গত কয়েক মাসে দফায় দফায় ছত্তিশগড়ের জঙ্গলে অভিযান চালিয়ে বহু মাওবাদীকে নিকেশ করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে বড়সড় অভিযান চালানো হয়। ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত বিজাপুরের ন্যাশনাল পার্কে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে বিজাপুর ডিআরজি, এসটিএফ ও বস্তার ফাইটার জওয়ানরা। সেই অভিযানে মৃত্যু হয় ৩১ জন মাওবাদীর। পাশাপাশি মাওবাদীদের পালটা গুলিতে শহিদ হন দুই জওয়ান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.