Advertisement
Advertisement

Breaking News

জঙ্গি, জম্মু-কাশ্মীর, সোপিয়ান

সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত সোপিয়ান, গুলিতে নিকেশ ২ জামাত সদস্য

নিহত জঙ্গিদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার৷

Two militants killed in ongoing encounter at Jammu and Kashmir's Shopian
Published by: Sayani Sen
  • Posted:April 13, 2019 11:02 am
  • Updated:April 13, 2019 4:55 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: গোলাগুলিতে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর৷ এবার ঘটনাস্থল সোপিয়ান৷ শনিবার ভোররাত থেকে চলা সেনা এবং জঙ্গির গুলির লড়াইতে উত্তপ্ত গোটা এলাকা৷ এই ঘটনায় এখনও পর্যন্ত আবিদ ওয়াগা এবং শাহজাহান মীর নামে দু’জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা৷ তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী৷ 

[ আরও পড়ুন: পিঁয়াজের জমিতে আগুন, ‘লাল দুর্গ’ আঁকড়েই লোকসভার লড়াই মারাঠাভূমে]

গোপন সূত্রে বেশ কয়েকজন জঙ্গির ওই এলাকায় গা ঢাকা দেওয়ার খবর পেয়েছিল ভারতীয় সেনাবাহিনী৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে শুরু হয় তল্লাশি অভিযান৷ ওই দলে ছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ৷ ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হওয়া মাত্রই জঙ্গিরা আক্রমণের রাস্তা নেয়৷ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা৷ গুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনা৷ বেশ কিছুক্ষণ ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই৷ একটানা গুলির লড়াইয়ে সাফল্য মেলে ভারতীয় সেনার৷ আবিদ ওয়াগা এবং শাহজাহান মীর নামে দু’জন জঙ্গিকে নিকেশ করা হয়৷ তারা প্রত্যেকেই সোপিয়ানের বাসিন্দা৷ দু’জনেই জামাত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ ওই এলাকায় জারি রয়েছে তল্লাশি অভিযান৷ নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও৷

Advertisement

[ আরও পড়ুন: ‘ভোট না দিলে চাকরিও দেব না’, মানেকা গান্ধীর মন্তব্যে চরম বিতর্ক]

সপ্তাহখানেক আগেই সোপোরে জঙ্গি কার্যকলাপের ঘটনা শিরোনামে আসে৷ গত শনিবার সন্ধের মুখে সোপোরের ওয়ারপোরায় মহম্মদ রফি ইয়াতু নামে এক জওয়ানের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা৷ ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মহম্মদ রফি ইয়াতু কাজ থেকে ছুটি পেয়ে নিজের ওয়ারপোরার বাড়িতে ছিলেন৷ সেই সময় বাড়িতে ঢুকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে প্রাণ হারান ওই জওয়ান৷ এই ঘটনার পর থেকেই জঙ্গি কার্যকলাপ রুখতে অনেক বেশি সতর্ক ছিলেন নিরাপত্তারক্ষীরা৷ দফায় দফায় চিরুনি তল্লাশির জেরে সপ্তাহখানেকের মধ্যেই মিলল সাফল্য৷ দু’জনকে নিকেশ করল সেনাবাহিনী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement