সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দেখিয়ে পাকিস্তানের মুখ বন্ধ করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে৷ তার জেরে বিজেপির রোষের মুখে পড়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ এবার তার গায়ে কালি ছেটাল দুই যুবক৷
মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটে এই ঘটনা৷ বিকানেরে এক আপ নেতার বাড়িতে শোকসভায় গিযেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ সেখান থেকে বেরনোর সময় তাঁর গায়ে কালি ছেটায় দুই যুবক৷ অভিযুক্ত দু’জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷
সূত্রের খবর, ওই দুই যুবকই আরএসএস-এর ছাত্র শাখা এবিভিপি-র সমর্থক৷ ধৃতদের একজন দীনেশ ওঝা এবিভিপি-র ছাত্রনেতাও৷ সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তর জন্য সব বিরোধিতা ভুলে প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছিলেন কেজরি৷ পাশাপাশি পাকিস্তানের মুখ বন্ধ করতে উপযুক্ত প্রমাণ দাখিলও করতে বলেছেন৷ তাতে হিতে বিপরীত হয়৷ কেজরির দাবিই ফলাও করে ছাপা হয় পাক মিডিয়ায়৷ আর তাতেই বেজায় চটে বিজেপি৷ শাসকদলের তরফে আগেই কেজরির দিকে প্রশ্ন ছুঁয়ে দেওয়া হয়েছিল যে, সেনার সাহসে কি ভরসা নেই কেজরির৷ তাহলে পাকিস্তানের উদ্দেশ্যমূলক প্রচারের ফাঁদে তিনি পা দিলেনই বা কেন৷ এরপরই ঘটল এই ঘটনা৷ দেশদ্রোহিতার অভিযোগেই কেজরির গায়ে কালি ছেটানো হয়েছে বলে মনে করা হচ্ছে৷
কেজরি অবশ্য কাউকে দোষারোপ করেননি৷ বরং টুইটে জানিয়েছেন, যারা তাঁর গায়ে কালি ছিটিয়েছে, ভগবান যেন তাদের মঙ্গল করেন৷
Hmmm… God bless those who threw ink at me. I wish them well.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 4, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.