ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলের ২৪ তারিখ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় ২৫ সিআরপিএফ জওয়ানের পাশাপাশি নিহত হয়েছে দুই কুখ্যাত মাও কমান্ডার। সম্প্রতি, ওই ঘটনায় ১১ সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।তাদের জেরা করে এই তথ্য জানতে পারে পুলিশ।ক্রমাগত জেরার চাপ সহ্য করতে না পেরে ধৃতদের মধ্যে কয়েকজন মানসিক ভাবে ভেঙে পড়ে। তারাই ওই মাও নেতাদের মৃত্যুর কথা স্বীকার করে।
[কোটি টাকার মদ গিয়েছে ইঁদুরের পেটে, দাবি পুলিশের]
বৃহস্পতিবার, সুকমার পুলিশ সুপার অভিষেক মিনা জানিয়েছেন, ঘটনার দিন জওয়ানদের পাল্টা গুলিতে বুরকাপলে নিহত হয় দুই মাওবাদী কমান্ডার। তাদের নাম অনিল ও রবি বলে জানা গিয়েছে। বিজাপুরের বাসিন্দা অনিল মাওবাদীদের মিলিটারি প্লাটুন ২৪-এর কমান্ডার। রবি, মাওবাদীদের লোকাল স্কোয়াডের কমান্ডার। তার বাড়ি তেলেঙ্গানার ভাদ্রারিতে।উল্লেখ্য, ঘটনার পর সিআরপিএফ ও পুলিশ দাবি করেছিলে যে পাল্টা আঘাতে হতাহত হয়েছে বেশ কয়েকজন মাওবাদী। কিন্তু দলের বাকি সদস্যরা মৃতদেহগুলি সরিয়ে নিয়ে যায়।
[‘ত্রিপাঠীর হাতুড়ির সামনে চরম অসহায় লাগছিল’]
সুকমা হামলার পর হাত গুটিয়ে বসে নেই পুলিশ ও সেনাও। সুকমা হামলার জেরে এগারো সন্দেহভাজন মাওবাদীকে গ্রেপ্তার করেছে ছত্তিশগড় আর্মড ফোর্স (CAF) এবং পুলিশের জয়েন্ট স্কোয়াড। ধৃতদের মধ্যে তিনজনের নাম কওয়াসি হাদমা (৩২), রামনাথ নাগ (২১) ও বুচা ধুরওয়া (২৪)। এর মধ্যে দু’জন ওড়িশার বাসিন্দা এবং একজন নাবালক বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের লোহারদাগা জেলাতেও চালানো হয়েছে তল্লাশি অভিযান। ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফের ১৫৮ নম্বর ব্যাটালিয়নের যৌথ অভিযানে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। তালিকায় রয়েছে লাইট মেশিন গান, ইউএস মেড সেমি অটোমেটেড রাইফেল, এ কে-৪৭, সেলফ-লোডিং রাইফেল, ইনসাস রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্র।
[উত্তর থেকে দক্ষিণ, পুজোর শহরে এবার তাক লাগাবেন এই শিল্পীরা]
এদিকে বুধবার মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ব্রহ্মগড়ে সি-৬০ ফোর্সের জওয়ানদের তল্লাশি অভিযান চলাকালীন ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটনায় মাওবাদীরা। জওয়ানদের লক্ষ্য করে চালানো হয় গুলি। জওয়ানরাও প্রত্যুত্তর দেন। দুই পক্ষের গুলি বিনিময়ে অন্তত ১২ জন জওয়ান আহত হয়েছেন। প্রসঙ্গত, এদিনই গড়চিরৌলিতে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলি বিনিময়ে এক সিআরপিএফ জওয়ান সহ মহারাষ্ট্রের দুই পুলিশকর্মী জখম হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তল্লাশি অভিযানে নেমেছিলেন সি-৬০ জওয়ানরা। বৃহস্পতিবার ছত্তিশগড়ের কোন্দাগাও জেলায় এক গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করেছে মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে ওই ব্যক্তিকে মারা হয়েছে বলে পুলিশসূত্রে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.