সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনা (Indian Army) ও জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীরের শ্রীনগর। এবার ঘটনাস্থল ডানমারের আলমদার কলোনি। নিকেশ ২ লস্কর জঙ্গি। জখম হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ওই এলাকা এখনও সেনা জওয়ানরা ঘিরে রেখেছে। জারি তল্লাশি অভিযান।
বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর কাছে খবর পৌঁছয় শ্রীনগরের ডানমারের আলমদার এলাকায় জঙ্গিরা (Terrorist) আত্মগোপন করে রয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। সূত্রের খবর, তা আঁচ করে ফেলে জঙ্গিরা। আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানান, দীর্ঘক্ষণের গুলির লড়াইয়ে নিকেশ হয় দুই লস্কর জঙ্গি। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে বন্দুক, কার্তুজ উদ্ধার হয়েছে। প্রচুর সিম কার্ডও পাওয়া গিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবারই বান্দিপোরায় একটি জঙ্গি মডিউলের পর্দাফাঁস হয়। গ্রেপ্তার হয় জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) তিন সদস্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.