সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় কাশ্মীর দেইলগাম গ্রামে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই শীর্ষ লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। নিহত জঙ্গি বশির লস্করি গত ১৬ জুন জম্মু ও কাশ্মীরের ছয় পুলিশকর্মীকে হত্যার মূল ষড়যন্ত্রকারী।
শনিবার সকাল থেকেই ব্রেন্তি-বাটপোরা এলাকায় ওই দুই শীর্ষ লস্কর কমান্ডারকে ঘিরে ফেলেছিল নিরাপত্তারক্ষীরা। গোটা এলাকা ঘিরে ফেলে চলছিল তল্লাশি অভিযান। একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে খবর পায় পুলিশ ও সেনাবাহিনী। জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় যৌথবাহিনী। গুলির লড়াইয়ে দুই জঙ্গিকেই নিকেশ করা হয়। তবে আরও কয়েকজন জঙ্গি ঘটনাস্থল থেকে চম্পট দিতে সক্ষম হয়েছে বলে অনুমান।
J&K: Two LeT terrorists, Bashir Lashkari & Azad Malik, gunned down by security forces during an encounter in Anantnag. pic.twitter.com/CAVhvSD1Jw
— ANI (@ANI_news) July 1, 2017
জঙ্গিরা কয়েকজন স্থানীয় মানুষকে মানবঢাল হিসাবে ব্যবহার করেছিল বলে পুলিশ সূত্রে খবর। কাশ্মীরের আইজিপি মুনির খান বলেছেন, ‘জঙ্গিদের কবল থেকে অন্তত ১৭ জন সাধারণ মানুষকে উদ্ধার করা গিয়েছে।’ যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল, যৌথবাহিনীর গুলি ও বোমার আঘাতে সেই বাড়ির অনেকটাই ভেঙে পড়েছে। লস্করি ও তার সঙ্গী আজাদ দাদা সেনার অভিযানে মারা গিয়েছে। মৃত দু’জনেই স্থানীয় কাশ্মীরি যুবক। জঙ্গিদের গুলিতে তাহিরা বেগম নামে বছর ৪৪-এর এক মহিলার মৃত্যু হয়।
Bashir Lashkari was involved in martyring of 6 policemen, congratulate police & security forces for carrying out encounter: SP Vaid, DGP J&K pic.twitter.com/BnhJq6KcYM
— ANI (@ANI_news) July 1, 2017
ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এস পি বৈদ্য অভিযানের সাফল্যের জন্য পুলিশকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পুলিশ ও নিরাপত্তারক্ষীদের অভিনন্দন। জঙ্গিদমন অভিযান শেষ হয়েছে। দুই জঙ্গি মারা গিয়েছে।’ বৈদ্যও স্বীকার করেছেন, ছয় পুলিশকর্মীকে হত্যার পিছনে লস্করি প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
#Dailgam Anantnag encounter update. 17 civilians rescued. Operation on.
— J&K Police (@JmuKmrPolice) July 1, 2017
One lady Tahira died in cross fire, terrorists using civilian as human shield. Encounter is underway.
— J&K Police (@JmuKmrPolice) July 1, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.